ঢাকা , সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

৩৩ বীমা কোম্পানির প্রয়োজন সাড়ে ৩৫ কোটি শেয়ার

  • পোস্ট হয়েছে : ০৮:১২ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
  • 52

বিজনেস আওয়ার প্রতিবেদক :  যে আইনে দেশে নিবন্ধিত বীমা কোম্পানিগুলোর কার্যক্রম পরিচালিত হয়, সেই বীমা আইন পরিপালন করতে ব্যর্থ হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৩টি নন-লাইফ বা জেনারেল ইন্সুরেন্স কোম্পানি। এই ৩৩টি জেনারেল ইন্সুরেন্স কোম্পানিকে আগামী এক মাসের মধ্যে বীমা আইন-২০১০ এর ২১ (৩) পরিপালন করতে নির্দেশনা দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সেই বীমা আইন পরিপালনে ৩৩টি জেনারেল ইন্সুরেন্স কোম্পানিকে সাড়ে ৩৫ কোটির বেশি শেয়ার পুঁজিবাজার থেকে সংগ্রহ করতে হবে।

গত ১৭ জানুয়ারি, ২০২১ আইডিআরএ’এর পরিচালক (উপসচিব) জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে আগামী এক মাসের মধ্যে বীমা আইন, ২০১০ এর ২১ (৩) ধারা পরিপালনপূর্বক তফসিল-১ অনুযায়ী ন্যূনতম পরিশোধিত মূলধন সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বীমা কোম্পা্‌নিগুলোকে নির্দেশ দেয়া হয়। চিঠির অনুলিপি পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৩টি জেনারেল ইন্সুরেন্স কোম্পানির প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। তবে লাইফ ইন্সুরেন্স কোম্পানিগুলোকে চিঠির অনুলিপি দেয়া হয়নি।

বীমা আইন, ২০১০ এর ২১ (৩) ধারায় নন-লাইফ বা জেনারেল ইন্সুরেন্সের ক্ষেত্রে পরিশোধিত মূলধন ন্যূনতম ৪০ কোটি টাকা থাকার বিধান রয়েছে। যার ৬০ শতাংশ উদ্যোক্তাগণ কর্তৃক প্রদত্ত হবে। অবশিষ্ট ৪০ শতাংশ জনসাধারণের জন্য উম্মুক্ত থাকবে।

ডিএসই সূত্রে জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৭টি জেনারেল ইন্সুরেন্সের মধ্যে ৪ কোম্পানির উদ্যোক্তারা পরিশোধিত মূলধনের ৬০ শতাংশ সংরক্ষণ করছেন। কোম্পানিগুলো হলো-এক্সপ্রেস ইন্সুরেন্স, ক্রিস্টাল ইন্সুরেন্স, ঢাকা ইন্সুরেন্স ও রিলায়েন্স ইন্সুরেন্স। অবশিষ্ট ৩৩টি কোম্পানির উদ্যোক্তারা মূলধনের ৬০ শতাংশ সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছেন। এই ৩৩টি কোম্পানির উদ্যোক্তাদের মূলধনের ন্যূনতম ৬০ শতাংশ শেয়ার সংরক্ষণ করতে হলে মোট ৩৫ কোটি ৪৯ লাখ ৬০ হাজার ৪৭৮টি শেয়ার সংগ্রহ করতে হবে।

এদিকে, পরিশোধিত মূলধন ৪০ কোটি টাকার নিচে রয়েছে ৪টি জেনারেল ইন্সুরেন্সে। কোম্পানিগুলো হলো-প্রভাতী ইন্সুরেন্স, অগ্রণী ইন্সুরেন্স, প্যারামাউন্ট ইন্সুরেন্স ও ইসলামিক ইন্সুরেন্স। প্রভাতী ইন্সুরেন্সের পরিশোধিত মূলধন রয়েছে ২৯ কোটি ৭০ লাখ ২৬ হাজার টাকা, অগ্রণী ইন্সুরেন্সের ৩০ কোটি ২৪ লাখ ৪৭ হাজার টাকা, প্যারামাউন্ট ইন্সুরেন্সের ৩৩ কোটি ৮৮ লাখ ৭৫ হাজার টাকা এবং ইসলামিক ইন্সুরেন্সের ৩৭ কোটি ৪২ লাখ ৩০ হাজার টাকা।

নিচে তালিকাভুক্ত ৩৩টি জেনারেল ইন্সুরেন্স কোম্পানির উদ্যোক্তাদের বর্তমান শেয়ার (শতাংশে), ৬০ শতাংশ শেয়ার সংরক্ষণের ঘাটতি শেয়ার (শতাংশে) এবং ৬০ শতাংশ শেয়ার সংরক্ষণ করতে যে পরিমাণ শেয়ার সংগ্রহ করতে হবে, তা নিচে উল্লেখ করা হলো:

ক্রমিককোম্পানির নামবর্তমান শেয়ার (%)ঘাটতি শেয়ার (%)শেয়ার প্রয়োজন
প্রভাতী ইন্স্যুরেন্স৩০.০৩২৯.৯৭৮৯,০১,৮৪১
কর্ণফুলি ইন্স্যুরেন্স৩০.১৮২৯.৮২১,৩৩,৮২,০৫৭
পিপলস ইন্স্যুরেন্স৩০.৪১২৯.৫৯১,৩৬,৭০,৫৮০
অগ্রণী ইন্স্যুরেন্স৩০.৭২২৯.২৮৮৮,৫৫,৬৪৪
নর্দার্ণ ইন্স্যুরেন্স৩১.৫৫২৮.৪৫১,২১,৩৬,৬৫৯
রিপাবলিক ইন্স্যুরেন্স৩১.৬৭২৮.৩৩১,৩১,৩৭,২৫৩
পূরবী ইন্সুরেন্স৩১.৭৫২৮.২৫১,৫৬,২৩,৭০১
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স৩২.২৫২৭.৭৫১,১১,০১,৪১৭
মার্কেন্টাইল ইন্স্যুরেন্স৩২.৮৫২৭.১৫১,১৭,০০,৩৯১
১০গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স৩৩.৮০২৬.২০২,৪৪,১৭,৯৬০
১১বিজিআইসি৩৩.৯৮২৬.০২১,৪০,৫৭,৮৯২
১২নিটল ইন্স্যুরেন্স৩৫.০০২৫.০০১,০০,৫১,৯১০
১৩গ্লোবাল ইন্স্যুরেন্স৩৫.৬৭২৪.৩৩৯৮,৬৬,২৪৪
১৪সিটি ইন্স্যুরেন্স৩৬.০৬২৩.৯৪১,৬৩,১৮,৯৭০
১৫সোনার বাংলা ইন্স্যুরেন্স৩৬.৭৮২৩.২২৯২,৯৭,৬২৪
১৬প্রগতি ইন্স্যুরেন্স৩৮.১০২১.৯০৩,৬৮,৫৫,২৮২
১৭ফেডারেল ইন্স্যুরেন্স৩৮.২৬২১.৭৪১,৪৭,০৮,৫৯০
১৮জনতা ইন্স্যুরেন্স৩৮.৬৬২১.৩৪৯০,২৩,৩৬৭
১৯সেন্ট্রাল ইন্স্যুরেন্স৩৯.০০২১.০০১,০৩,৮১,৭৮০
২০ইসলামী ইন্স্যুরেন্স৩৯.৪৯২০.৫১৭৬,৭৫,৪৪১
২১প্রাইম ইন্স্যুরেন্স৪১.৬২১৮.৩৮৭৫,১৩,২৮৪
২২এশিয়া প্যাসিফিক৪১.৬৪১৮.৩৬৭৭,৭৫,৪৬০
২৩ফনিক্স ইন্স্যুরেন্স৪১.৬৪১৮.৩৬৭৪,০৬,৭১৩
২৪ইউনাইটেড ইন্স্যুরেন্স৪২.৯৪১৭.০৬৭৫,৯১,৭০০
২৫ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স৪৩.১৩১৬.৮৭১,৩৭,৩৮,৪৯৯
২৬পাইওনিয়ার ইন্স্যুরেন্স৪৫.৬২১৪.৩৮১,০০,৬৩,২১৪
২৭রূপালী ইন্স্যুরেন্স৪৬.৩১১৩.৬৯১,০৪,৯৫,৪৯৫
২৮এশিয়া ইন্স্যুরেন্স৪৮.২৭১১.৭৩৫৫,২১,২৯৪
২৯প্যারামাউন্ট ইন্স্যুরেন্স৪৮.৪৯১১.৫১৩৯,০০,৪৪৮
৩০তাকাফুল ইসলামী৫০.৮৭৯.১৩৩৮,৮৮,১৯১
৩১স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স৫১.৩৬৮.৬৪৩৭,৪০,৮২৬
৩২ইস্টার্ন ইন্স্যুরেন্স৫৫.৪৬৪.৫৪১৯,৫৭,২০১
৩৩বিএনআইসিএল৫৯.৫৪০.৪৬২,০৩,৫৫০
৩৪ক্রিস্টাল ইন্স্যুরেন্স৬০.০০০০.০০—-
৩৫ঢাকা ইন্স্যুরেন্স৬১.৩৫০০.০০—-
৩৬এক্সপ্রেস ইন্স্যুরেন্স৬০.০০০০.০০—-
 ৩৭রিলায়েন্স ইন্স্যুরেন্স৬৫.২০০০.০০—-
   মোট৩৫,৪৯,৬০,৪৭৮

বিজনেস আওয়ার/২০ জানুয়ারি, ২০২১/এসএম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

৩৩ বীমা কোম্পানির প্রয়োজন সাড়ে ৩৫ কোটি শেয়ার

পোস্ট হয়েছে : ০৮:১২ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক :  যে আইনে দেশে নিবন্ধিত বীমা কোম্পানিগুলোর কার্যক্রম পরিচালিত হয়, সেই বীমা আইন পরিপালন করতে ব্যর্থ হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৩টি নন-লাইফ বা জেনারেল ইন্সুরেন্স কোম্পানি। এই ৩৩টি জেনারেল ইন্সুরেন্স কোম্পানিকে আগামী এক মাসের মধ্যে বীমা আইন-২০১০ এর ২১ (৩) পরিপালন করতে নির্দেশনা দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সেই বীমা আইন পরিপালনে ৩৩টি জেনারেল ইন্সুরেন্স কোম্পানিকে সাড়ে ৩৫ কোটির বেশি শেয়ার পুঁজিবাজার থেকে সংগ্রহ করতে হবে।

গত ১৭ জানুয়ারি, ২০২১ আইডিআরএ’এর পরিচালক (উপসচিব) জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে আগামী এক মাসের মধ্যে বীমা আইন, ২০১০ এর ২১ (৩) ধারা পরিপালনপূর্বক তফসিল-১ অনুযায়ী ন্যূনতম পরিশোধিত মূলধন সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বীমা কোম্পা্‌নিগুলোকে নির্দেশ দেয়া হয়। চিঠির অনুলিপি পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৩টি জেনারেল ইন্সুরেন্স কোম্পানির প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। তবে লাইফ ইন্সুরেন্স কোম্পানিগুলোকে চিঠির অনুলিপি দেয়া হয়নি।

বীমা আইন, ২০১০ এর ২১ (৩) ধারায় নন-লাইফ বা জেনারেল ইন্সুরেন্সের ক্ষেত্রে পরিশোধিত মূলধন ন্যূনতম ৪০ কোটি টাকা থাকার বিধান রয়েছে। যার ৬০ শতাংশ উদ্যোক্তাগণ কর্তৃক প্রদত্ত হবে। অবশিষ্ট ৪০ শতাংশ জনসাধারণের জন্য উম্মুক্ত থাকবে।

ডিএসই সূত্রে জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৭টি জেনারেল ইন্সুরেন্সের মধ্যে ৪ কোম্পানির উদ্যোক্তারা পরিশোধিত মূলধনের ৬০ শতাংশ সংরক্ষণ করছেন। কোম্পানিগুলো হলো-এক্সপ্রেস ইন্সুরেন্স, ক্রিস্টাল ইন্সুরেন্স, ঢাকা ইন্সুরেন্স ও রিলায়েন্স ইন্সুরেন্স। অবশিষ্ট ৩৩টি কোম্পানির উদ্যোক্তারা মূলধনের ৬০ শতাংশ সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছেন। এই ৩৩টি কোম্পানির উদ্যোক্তাদের মূলধনের ন্যূনতম ৬০ শতাংশ শেয়ার সংরক্ষণ করতে হলে মোট ৩৫ কোটি ৪৯ লাখ ৬০ হাজার ৪৭৮টি শেয়ার সংগ্রহ করতে হবে।

এদিকে, পরিশোধিত মূলধন ৪০ কোটি টাকার নিচে রয়েছে ৪টি জেনারেল ইন্সুরেন্সে। কোম্পানিগুলো হলো-প্রভাতী ইন্সুরেন্স, অগ্রণী ইন্সুরেন্স, প্যারামাউন্ট ইন্সুরেন্স ও ইসলামিক ইন্সুরেন্স। প্রভাতী ইন্সুরেন্সের পরিশোধিত মূলধন রয়েছে ২৯ কোটি ৭০ লাখ ২৬ হাজার টাকা, অগ্রণী ইন্সুরেন্সের ৩০ কোটি ২৪ লাখ ৪৭ হাজার টাকা, প্যারামাউন্ট ইন্সুরেন্সের ৩৩ কোটি ৮৮ লাখ ৭৫ হাজার টাকা এবং ইসলামিক ইন্সুরেন্সের ৩৭ কোটি ৪২ লাখ ৩০ হাজার টাকা।

নিচে তালিকাভুক্ত ৩৩টি জেনারেল ইন্সুরেন্স কোম্পানির উদ্যোক্তাদের বর্তমান শেয়ার (শতাংশে), ৬০ শতাংশ শেয়ার সংরক্ষণের ঘাটতি শেয়ার (শতাংশে) এবং ৬০ শতাংশ শেয়ার সংরক্ষণ করতে যে পরিমাণ শেয়ার সংগ্রহ করতে হবে, তা নিচে উল্লেখ করা হলো:

ক্রমিককোম্পানির নামবর্তমান শেয়ার (%)ঘাটতি শেয়ার (%)শেয়ার প্রয়োজন
প্রভাতী ইন্স্যুরেন্স৩০.০৩২৯.৯৭৮৯,০১,৮৪১
কর্ণফুলি ইন্স্যুরেন্স৩০.১৮২৯.৮২১,৩৩,৮২,০৫৭
পিপলস ইন্স্যুরেন্স৩০.৪১২৯.৫৯১,৩৬,৭০,৫৮০
অগ্রণী ইন্স্যুরেন্স৩০.৭২২৯.২৮৮৮,৫৫,৬৪৪
নর্দার্ণ ইন্স্যুরেন্স৩১.৫৫২৮.৪৫১,২১,৩৬,৬৫৯
রিপাবলিক ইন্স্যুরেন্স৩১.৬৭২৮.৩৩১,৩১,৩৭,২৫৩
পূরবী ইন্সুরেন্স৩১.৭৫২৮.২৫১,৫৬,২৩,৭০১
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স৩২.২৫২৭.৭৫১,১১,০১,৪১৭
মার্কেন্টাইল ইন্স্যুরেন্স৩২.৮৫২৭.১৫১,১৭,০০,৩৯১
১০গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স৩৩.৮০২৬.২০২,৪৪,১৭,৯৬০
১১বিজিআইসি৩৩.৯৮২৬.০২১,৪০,৫৭,৮৯২
১২নিটল ইন্স্যুরেন্স৩৫.০০২৫.০০১,০০,৫১,৯১০
১৩গ্লোবাল ইন্স্যুরেন্স৩৫.৬৭২৪.৩৩৯৮,৬৬,২৪৪
১৪সিটি ইন্স্যুরেন্স৩৬.০৬২৩.৯৪১,৬৩,১৮,৯৭০
১৫সোনার বাংলা ইন্স্যুরেন্স৩৬.৭৮২৩.২২৯২,৯৭,৬২৪
১৬প্রগতি ইন্স্যুরেন্স৩৮.১০২১.৯০৩,৬৮,৫৫,২৮২
১৭ফেডারেল ইন্স্যুরেন্স৩৮.২৬২১.৭৪১,৪৭,০৮,৫৯০
১৮জনতা ইন্স্যুরেন্স৩৮.৬৬২১.৩৪৯০,২৩,৩৬৭
১৯সেন্ট্রাল ইন্স্যুরেন্স৩৯.০০২১.০০১,০৩,৮১,৭৮০
২০ইসলামী ইন্স্যুরেন্স৩৯.৪৯২০.৫১৭৬,৭৫,৪৪১
২১প্রাইম ইন্স্যুরেন্স৪১.৬২১৮.৩৮৭৫,১৩,২৮৪
২২এশিয়া প্যাসিফিক৪১.৬৪১৮.৩৬৭৭,৭৫,৪৬০
২৩ফনিক্স ইন্স্যুরেন্স৪১.৬৪১৮.৩৬৭৪,০৬,৭১৩
২৪ইউনাইটেড ইন্স্যুরেন্স৪২.৯৪১৭.০৬৭৫,৯১,৭০০
২৫ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স৪৩.১৩১৬.৮৭১,৩৭,৩৮,৪৯৯
২৬পাইওনিয়ার ইন্স্যুরেন্স৪৫.৬২১৪.৩৮১,০০,৬৩,২১৪
২৭রূপালী ইন্স্যুরেন্স৪৬.৩১১৩.৬৯১,০৪,৯৫,৪৯৫
২৮এশিয়া ইন্স্যুরেন্স৪৮.২৭১১.৭৩৫৫,২১,২৯৪
২৯প্যারামাউন্ট ইন্স্যুরেন্স৪৮.৪৯১১.৫১৩৯,০০,৪৪৮
৩০তাকাফুল ইসলামী৫০.৮৭৯.১৩৩৮,৮৮,১৯১
৩১স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স৫১.৩৬৮.৬৪৩৭,৪০,৮২৬
৩২ইস্টার্ন ইন্স্যুরেন্স৫৫.৪৬৪.৫৪১৯,৫৭,২০১
৩৩বিএনআইসিএল৫৯.৫৪০.৪৬২,০৩,৫৫০
৩৪ক্রিস্টাল ইন্স্যুরেন্স৬০.০০০০.০০—-
৩৫ঢাকা ইন্স্যুরেন্স৬১.৩৫০০.০০—-
৩৬এক্সপ্রেস ইন্স্যুরেন্স৬০.০০০০.০০—-
 ৩৭রিলায়েন্স ইন্স্যুরেন্স৬৫.২০০০.০০—-
   মোট৩৫,৪৯,৬০,৪৭৮

বিজনেস আওয়ার/২০ জানুয়ারি, ২০২১/এসএম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: