বিজনেস আওয়ার প্রতিবেদক : লেনদেন শুরুর পর থেকে টানা দর বৃদ্ধি পাওয়া রবি আজিয়াটার শেয়ারে গত সপ্তাহে (১৭-২১ জানুয়ারি) পতন হয়েছে। যা কোম্পানিটিকে দর পতনের টপ টেন লুজারে নিয়ে গেছে। একইসঙ্গে কোম্পানিটিতে বিনিয়োগকারীদের বিনিয়োগ ধরে রাখার প্রবণতা কমে আসায় সাপ্তাহিক লেনদেনের শীর্ষ স্থান দখল করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহে রবির ৯৪১ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এক্ষেত্রে ১৫ কোটি শেয়ার লেনদেন হয়েছে।
এর আগের সপ্তাহে (১০-১৪ জানুয়ারি) রবি আজিয়াটা সাপ্তাহিক লেনদেনের ২য় স্থান দখল করেছিল। এ কোম্পানিটির ওই সপ্তাহে ৫৮০ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এক্ষেত্রে লেনদেন হয়েছিল ৮ কোটি ৮৫ লাখ শেয়ার।
লেনদেনে শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- বেক্সিমকোর ৮৩৩ কোটি ২৪ লাখ টাকার, সামিট পাওয়ারের ৪৫১ কোটি ৫০ লাখ টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ৩৯৩ কোটি ৭৭ লাখ টাকার, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ৩৬০ কোটি ৫৯ লাখ টাকার, সিটি ব্যাংকের ২২৮ কোটি ৯৭ লাখ টাকার, লাফার্জহোলসিমের ১৯৬ কোটি ৩১ লাখ টাকার, আইএফআইসি ব্যাংকের ১৮১ কোটি ৪৬ লাখ টাকার, ন্যাশনাল ব্যাংকের ১৩৭ কোটি ৬৩ লাখ টাকার এবং বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ১২৬ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/২৩ জানুয়ারি, ২০২১/পিএস