ঢাকা , সোমবার, ০৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বুধবার থেকে আবার শৈত্যপ্রবাহ শুরু হতে পারে

  • পোস্ট হয়েছে : ০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১
  • 3

বিজনেস আওয়ার প্রতিবেদক : নতুন বছরের শুরেতে দেশের বিভিন্ন অঞ্চলে দুই দফায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে। রোববার (২৪ জানুয়ারি) দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই। তবে কনকনে শীতের অনুভূতি হচ্ছে। আগামী তিনদিন দেশ শৈত্যপ্রবাহ মুক্ত থাকতে পারে। আবহাওয়াবিদ আরিফ হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজকে শৈত্যপ্রবাহ নেই। কিন্তু শীতের অনুভূতি আছে, কোথাও কোথাও কুয়াশাও আছে। আজ, আগামীকাল ও পরশু (২৪, ২৫ ও ২৬ জানুয়ারি) দেশের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। এরপর ২৭ জানুয়ারি থেকে আবার তাপমাত্রা কমতে পারে। তখন আবার শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

এদিকে রোববার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বিজনেস আওয়ার/২৪ জানুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বুধবার থেকে আবার শৈত্যপ্রবাহ শুরু হতে পারে

পোস্ট হয়েছে : ০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : নতুন বছরের শুরেতে দেশের বিভিন্ন অঞ্চলে দুই দফায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে। রোববার (২৪ জানুয়ারি) দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই। তবে কনকনে শীতের অনুভূতি হচ্ছে। আগামী তিনদিন দেশ শৈত্যপ্রবাহ মুক্ত থাকতে পারে। আবহাওয়াবিদ আরিফ হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজকে শৈত্যপ্রবাহ নেই। কিন্তু শীতের অনুভূতি আছে, কোথাও কোথাও কুয়াশাও আছে। আজ, আগামীকাল ও পরশু (২৪, ২৫ ও ২৬ জানুয়ারি) দেশের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। এরপর ২৭ জানুয়ারি থেকে আবার তাপমাত্রা কমতে পারে। তখন আবার শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

এদিকে রোববার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বিজনেস আওয়ার/২৪ জানুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: