বিজনেস আওয়ার প্রতিবেদক : রিলাইয়্যান্স ব্রোকারেজ সার্ভিসেস লিমিটেডের দুই গ্রাহকের নেট ক্যাপিটাল ব্যালেন্স অধিক ঋণ প্রদানের মাধ্যমে সিকিউরিটিজ আইন লংঘন করায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রতিষ্ঠানটিকে সতর্কপত্র ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (১০ জুন) বিএসইসির ৭২৮তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দুইজন গ্রাহকের হিসাবে তাদের তিন মাসের নেট ক্যাপিটাল ব্যালেন্সের গড় এর ২৫ শতাংশের অধিক ঋণ প্রদানের মাধ্যমে রিলাইয়্যান্স ব্রোকারের সার্ভিসেস রুল ৫(i) অব মার্জিন রুলস ১৯৯৯ ভঙ্গ হয়েছে। এ জন্য কমিশন প্রতিষ্ঠানটিকে সতর্কপত্র ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।
বিজনেস আওয়ার/১০ জুন, ২০২০/এস
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: