ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বে করোনা আক্রান্ত ছাড়াল ১০ কোটি ২৬ লাখ

  • পোস্ট হয়েছে : ১০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
  • 52

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বিশ্বে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১০ কোটি ২৬ লাখ ২৮ হাজার ৫৯৩ জন। মৃত্যু হয়েছে ২২ লাখ ১৬ হাজার ২৮৫ জনের আর সুস্থ হয়ে উঠেছেন সাত কোটি ৪৩ লাখ ২৫ হাজার ৭৫২ জন।

শনিবার (৩০ জানুয়ারি) সকাল পৌনে ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন দুই কোটি ৬৫ লাখ ১২ হাজার ১৯৩ জন। এর মধ্যে মারা গেছেন চার লাখ ৪৭ হাজার ৪৫৯ জন আর সুস্থ হয়েছেন এক কোটি ৬১ লাখ ৯৯ হাজার ৫৭২ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে এক কোটি সাত লাখ ৩৩ হাজার ৪৮৭ জনের শরীরে। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৫৪ হাজার ১৭৬ জন আর সুস্থ হয়েছেন এক কোটি চার লাখ ৭ হাজার ৩৪৩ জন।

করোনা সংক্রমণের দিক থেকে তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা ৯১ লাখ ১৯ হাজার ৪৭৭ জন। এর মধ্যে মারা গেছেন দুই লাখ ২২ হাজার ৭৭৫ জন এবং সুস্থ হয়েছেন ৭৯ লাখ ৬০ হাজার ৬৪৩ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ, যুক্তরাজ্য পঞ্চম, ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম ও জার্মানি রয়েছে দশম অবস্থানে। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩১তম। এছাড়া ভাইরাসটির উৎপত্তিস্থল চীনে বর্তমানে আক্রান্তের সংখ্যা ৮৯ হাজার ৪৩০ জন। এর মধ্যে চার হাজার ৬৩৬ জনের মৃত্যু হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় গত বছরের বছরের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।

বিজনেস আওয়ার/৩০ জানুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিশ্বে করোনা আক্রান্ত ছাড়াল ১০ কোটি ২৬ লাখ

পোস্ট হয়েছে : ১০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বিশ্বে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১০ কোটি ২৬ লাখ ২৮ হাজার ৫৯৩ জন। মৃত্যু হয়েছে ২২ লাখ ১৬ হাজার ২৮৫ জনের আর সুস্থ হয়ে উঠেছেন সাত কোটি ৪৩ লাখ ২৫ হাজার ৭৫২ জন।

শনিবার (৩০ জানুয়ারি) সকাল পৌনে ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন দুই কোটি ৬৫ লাখ ১২ হাজার ১৯৩ জন। এর মধ্যে মারা গেছেন চার লাখ ৪৭ হাজার ৪৫৯ জন আর সুস্থ হয়েছেন এক কোটি ৬১ লাখ ৯৯ হাজার ৫৭২ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে এক কোটি সাত লাখ ৩৩ হাজার ৪৮৭ জনের শরীরে। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৫৪ হাজার ১৭৬ জন আর সুস্থ হয়েছেন এক কোটি চার লাখ ৭ হাজার ৩৪৩ জন।

করোনা সংক্রমণের দিক থেকে তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা ৯১ লাখ ১৯ হাজার ৪৭৭ জন। এর মধ্যে মারা গেছেন দুই লাখ ২২ হাজার ৭৭৫ জন এবং সুস্থ হয়েছেন ৭৯ লাখ ৬০ হাজার ৬৪৩ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ, যুক্তরাজ্য পঞ্চম, ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম ও জার্মানি রয়েছে দশম অবস্থানে। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩১তম। এছাড়া ভাইরাসটির উৎপত্তিস্থল চীনে বর্তমানে আক্রান্তের সংখ্যা ৮৯ হাজার ৪৩০ জন। এর মধ্যে চার হাজার ৬৩৬ জনের মৃত্যু হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় গত বছরের বছরের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।

বিজনেস আওয়ার/৩০ জানুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: