বিনোদন ডেস্ক : সংগীতে প্রায় দুই যুগের ক্যারিয়ার কণ্ঠশিল্পী আসিফ আকবরের। বাংলা গানের যুবরাজের জনপ্রিয় গানের তালিকা দীর্ঘ হবে, সেটাই স্বাভাবিক। তবে যে গান আসিফকে নাম-জশ-খ্যাতি এনে দিয়েছে; সেই গানের কথা যদি বলতে চান, সেটা ‘ও প্রিয়া তুমি কোথায়’।
২০০১ সালের ৩০ জানুয়ারি)সাউন্ডটেকের ব্যানারে ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবাম বাজারে আসে। তথ্য অনুযায়ী, সে সময় অ্যালবামটি ৬০ লাখ কপি বিক্রি হয়, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আয় করা অডিও অ্যালবাম। অ্যালবামটিতে মোট ১২টি গান ছিল, প্রতিটি গানের কথা ও সুর করেছেন ইথুন বাবু।
গানটি প্রকাশের পরপরই রাতারাতি তরুণ প্রজন্মের হার্টথ্রুবে পরিণত হন আসিফ। অ্যালবামটির থিম গান ‘ও প্রিয়া তুমি কোথায়’ তো রীতিমতো আকাশচুম্বী জনপ্রিয়তা পায়। অন্যান্য গানও শ্রোতামহলে ব্যাপক সাড়া ফেলে। বলা চলে, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ব্যবসাসফল অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’।
বিজনেস আওয়ার/৩০ জানুয়ারি, ২০২১/এ