ঢাকা , সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সাম্পদোরিয়ার বিপক্ষে জয় পেলো জুভেন্টাস

  • পোস্ট হয়েছে : ১০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১
  • 69

স্পোর্টস ডেস্ক : সিরি আ’তে টানা চতুর্থ ম্যাচে জয় তুলে নিল জুভেন্টাস। এবারে সাম্পদোরিয়ার মাঠ থেকে ২-০ গোলের জয় ছিনিয়ে এনেছে তুরিনের বুড়িরা। এই জয়ে সিরি আ’র লিগ টেবিলের তিনে উঠে এসেছে জুভে। বর্তমান চ্যাম্পিয়নরা এখনও শিরোপার লড়াইয়ে বহাল তবিয়তেই টিকে আছে।

ম্যাচ শুরুর ২০ মিনিটের মাথায় আলভারো মোরাতার অ্যাসিস্ট থেকে গোল করে জুভেদের লিড এনে দেন ফেদেরিখো চিয়েসা। রোনালদোর সঙ্গে ওয়ান-টু খেলে আলভারো মোরাতা বক্সে ঢুকে পড়েন। সেখানে প্রতিপক্ষের ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে বল ক্রস করে চিয়েসার দিকে পাঠান মোরাতা। পোস্টের কাছ থেকে দারুণ শটে বল জালে জড়িয়ে দেন মিডফিল্ডার চিয়েসা।

দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা সময় দুই দল তেমন আহামরি কোনো আক্রমণ শানাতে পারেনি। তবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সাম্পদোরিয়া। দারুণ কিছু আক্রমণে জুভের রক্ষণে ফাটল ধরানোর চেষ্টা করতে থাকে। তবে জুভের রক্ষণ ভেদ করতে পারেনি সাম্পদোরিয়া। ম্যাচের ৫৭ মিনিটে দুর্দান্ত এক আক্রমণ করে সাম্পদোরিয়া তবে জুভের ত্রাতা হয়ে এবারে আসেন গোলরক্ষক সেজনি।

খেলার নির্ধারিত ৯০ মিনিট তখন ফুরিয়েছে, যোগ করা অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে হুয়ান কুয়াদ্রাদোর বাড়ানো বল জালে জড়ান অ্যারন রামসে। আর তাতেই ২-০ গোলের জয় নিশ্চিত হয় জুভেন্টাসের। এই জয়ে ইতালিয়ান সিরি আ’র পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে জুভেন্টাস। ১৯ ম্যাচে ১১ জয়, ৬ ড্র আর দুই হারে ৩৯ পয়েন্ট নিয়ে তিনে জুভে। স

বিজনেস আওয়ার/৩১ জানুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সাম্পদোরিয়ার বিপক্ষে জয় পেলো জুভেন্টাস

পোস্ট হয়েছে : ১০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১

স্পোর্টস ডেস্ক : সিরি আ’তে টানা চতুর্থ ম্যাচে জয় তুলে নিল জুভেন্টাস। এবারে সাম্পদোরিয়ার মাঠ থেকে ২-০ গোলের জয় ছিনিয়ে এনেছে তুরিনের বুড়িরা। এই জয়ে সিরি আ’র লিগ টেবিলের তিনে উঠে এসেছে জুভে। বর্তমান চ্যাম্পিয়নরা এখনও শিরোপার লড়াইয়ে বহাল তবিয়তেই টিকে আছে।

ম্যাচ শুরুর ২০ মিনিটের মাথায় আলভারো মোরাতার অ্যাসিস্ট থেকে গোল করে জুভেদের লিড এনে দেন ফেদেরিখো চিয়েসা। রোনালদোর সঙ্গে ওয়ান-টু খেলে আলভারো মোরাতা বক্সে ঢুকে পড়েন। সেখানে প্রতিপক্ষের ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে বল ক্রস করে চিয়েসার দিকে পাঠান মোরাতা। পোস্টের কাছ থেকে দারুণ শটে বল জালে জড়িয়ে দেন মিডফিল্ডার চিয়েসা।

দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা সময় দুই দল তেমন আহামরি কোনো আক্রমণ শানাতে পারেনি। তবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সাম্পদোরিয়া। দারুণ কিছু আক্রমণে জুভের রক্ষণে ফাটল ধরানোর চেষ্টা করতে থাকে। তবে জুভের রক্ষণ ভেদ করতে পারেনি সাম্পদোরিয়া। ম্যাচের ৫৭ মিনিটে দুর্দান্ত এক আক্রমণ করে সাম্পদোরিয়া তবে জুভের ত্রাতা হয়ে এবারে আসেন গোলরক্ষক সেজনি।

খেলার নির্ধারিত ৯০ মিনিট তখন ফুরিয়েছে, যোগ করা অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে হুয়ান কুয়াদ্রাদোর বাড়ানো বল জালে জড়ান অ্যারন রামসে। আর তাতেই ২-০ গোলের জয় নিশ্চিত হয় জুভেন্টাসের। এই জয়ে ইতালিয়ান সিরি আ’র পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে জুভেন্টাস। ১৯ ম্যাচে ১১ জয়, ৬ ড্র আর দুই হারে ৩৯ পয়েন্ট নিয়ে তিনে জুভে। স

বিজনেস আওয়ার/৩১ জানুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: