বিজনেস আওয়ার প্রতিবেদক : সম্প্রতি শেয়ারবাজারে তালিকাভুক্ত কয়েকটি কোম্পানির পরিচালনা পর্ষদ পূণ:গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শেয়ারবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। যার কয়েকদিনের ব্যবধানে সুফল পেতে শুরু করেছে বিনিয়োগকারীরা।
কোম্পানির উন্নয়নে কমিশনের পর্ষদ পূণ:গঠনের এই প্রক্রিয়া এরইমধ্যে শেয়ারবাজার সংশ্লিষ্টদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। কমিশনের এই সিদ্ধান্তকে কার্যকরি ও যুগোপযোগি বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। এই সিদ্ধান্তের ফলে অনেক কোম্পানির ব্যবসায় ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন তারা। যাতে করে বিনিয়োগকারীসহ পুরো শেয়ারবাজার উপকৃত হবে।
সম্প্রতি ‘জেড’ ক্যাটাগরি, পরিচালনা পর্ষদের ব্যর্থতা ও সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারন না করায় বিএসইসি ৪টি কোম্পানির পর্ষদ পূণ:গঠন করেছে। কোম্পানিগুলো হচ্ছে- ডেল্টা স্পিনার্স, আলহাজ্ব টেক্সটাইল মিলস, রিং সাইন টেক্সটাইল ও বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস (বিডিওয়েল্ডিং)।
এরমধ্যে ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি হিসেবে গত ২৭ ডিসেম্বর ডেল্টা স্পিনার্স, ২০ জানুয়ারি আলহাজ্ব টেক্সটাইল ও ২৮ জানুয়ারি বিডিওয়েল্ডিংয়ের পর্ষদ পূণ:গঠন করা হয়েছে। আর ব্যর্থতার দায়ে গত ২৬ জানুয়ারি রিং সাইনের পরিচালনা পর্ষদ পূণ:গঠন করা হয়েছে।
রিং সাইনের উৎপাদন কার্যক্রম শুরুর লক্ষ্যে কোম্পানিটিতে ৭জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে কমিশন। এছাড়া বিডিওয়েল্ডিংয়ে ২জন ও আলহাজ্ব টেক্সটাইলে ৪জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে।
আরও পড়ুন……
কৃত্রিম ক্রয় আদেশের ফাঁদে বিনিয়োগকারীরা
কমিশনের এই পর্ষদ পূণ:গঠন প্রক্রিয়ার কয়েকদিনের ব্যবধানে সুফল পেতে শুরু করেছে বিনিয়োগকারীরা। ওই ৪ কোম্পানির মধ্যে আলহাজ্ব টেক্সটাইল ও বিডিওয়েল্ডিংয়ের পর্ষদ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। যা রবিবার (৩১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করেছে।
এরমধ্যে আলহাজ্ব টেক্সটাইলের পরিচালনা পর্ষদ ২০২০-২১ অর্থবছরের ৬ মাসের (জুলাই-ডিসেম্বর ২০) ব্যবসায় অন্তর্বর্তীকালীন ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আর আইনগত জটিলতায় ৩ বছর ধরে এজিএম আটকে থাকা ডেল্টা স্পিনার্সের পর্ষদ শেয়ারহোল্ডারদের স্বার্থে বিগত ৩ অর্থবছরের (২০১৭-১৮, ২০১৮-১৯ ও ২০১৯-২০) জন্য ১ শতাংশ করে মোট ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
বিজনেস আওয়ার/৩১ জানুয়ারি, ২০২১/আরএ