ঢাকা , শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ম্যাচ জেতার জন্যই আমরা মাঠে নামব : মুমিনুল

  • পোস্ট হয়েছে : ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১
  • 35

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে কদিন আগেই রঙিন পোশাকের লড়াইয়ে হোয়াইটওয়াশ করেছে স্বাগতিকরা। তবে ওয়ানডেতে হারলেও সাদা-পোশাকের লড়াইটা যে কঠিন হতে যাচ্ছে প্রস্তুতি ম্যাচে সেই আভাস দিয়ে রেখেছে সফরকারীরা।

তবু বিরতি কাটিয়ে টেস্টে ফেরার ম্যাচে জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচের প্রতিটি সেশন সফল হয়ে মূল লক্ষ্যে পৌঁছাতে বদ্ধপরিকর স্বাগতিকরা। মূল লড়াইয়ের আগের দিন সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, অবশ্যই মাঠে নামার সময় আমরা প্রতিপক্ষকে নিয়ে চিন্তা করি না। নিজেরা নিজেদের ভালোটা বের করার চেষ্টা করি। সেশন বাই সেশন সফল হওয়ার চেষ্টা করি। এ ক্ষেত্রেও তাই হবে। আমরা জয়ের জন্যই মাঠে নামব।

তিনি বলেন, এক বছর পর আমরা মাঠে ফিরছি এটা ঠিক। আমরা টেস্ট খেলিনি। তবে বোর্ড কিন্তু ভালো সুযোগ করে দিয়েছে। যেমন– বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। দুটি টুর্নামেন্টই খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ ছিল।

মুমিনুল বলেন, আর করোনায় আক্রান্ত হয়েছি চার-পাঁচ মাস হয়ে গেছে। এত দিনের প্রস্তুতিতে আশা করি ওভারকাম হয়েছে। আমরা খেলতে নামি জেতার জন্যই। ওয়েস্ট ইন্ডিজ হোক বা টেস্ট র‌্যাংকিংয়ের এক নম্বর দল হোক। কোনও দলের কাছেই হার গ্রহণযোগ্য নয়।

উল্লেখ্য, দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বুধবার (৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

বিজনেস আওয়ার/০২ ফেব্রুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ম্যাচ জেতার জন্যই আমরা মাঠে নামব : মুমিনুল

পোস্ট হয়েছে : ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে কদিন আগেই রঙিন পোশাকের লড়াইয়ে হোয়াইটওয়াশ করেছে স্বাগতিকরা। তবে ওয়ানডেতে হারলেও সাদা-পোশাকের লড়াইটা যে কঠিন হতে যাচ্ছে প্রস্তুতি ম্যাচে সেই আভাস দিয়ে রেখেছে সফরকারীরা।

তবু বিরতি কাটিয়ে টেস্টে ফেরার ম্যাচে জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচের প্রতিটি সেশন সফল হয়ে মূল লক্ষ্যে পৌঁছাতে বদ্ধপরিকর স্বাগতিকরা। মূল লড়াইয়ের আগের দিন সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, অবশ্যই মাঠে নামার সময় আমরা প্রতিপক্ষকে নিয়ে চিন্তা করি না। নিজেরা নিজেদের ভালোটা বের করার চেষ্টা করি। সেশন বাই সেশন সফল হওয়ার চেষ্টা করি। এ ক্ষেত্রেও তাই হবে। আমরা জয়ের জন্যই মাঠে নামব।

তিনি বলেন, এক বছর পর আমরা মাঠে ফিরছি এটা ঠিক। আমরা টেস্ট খেলিনি। তবে বোর্ড কিন্তু ভালো সুযোগ করে দিয়েছে। যেমন– বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। দুটি টুর্নামেন্টই খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ ছিল।

মুমিনুল বলেন, আর করোনায় আক্রান্ত হয়েছি চার-পাঁচ মাস হয়ে গেছে। এত দিনের প্রস্তুতিতে আশা করি ওভারকাম হয়েছে। আমরা খেলতে নামি জেতার জন্যই। ওয়েস্ট ইন্ডিজ হোক বা টেস্ট র‌্যাংকিংয়ের এক নম্বর দল হোক। কোনও দলের কাছেই হার গ্রহণযোগ্য নয়।

উল্লেখ্য, দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বুধবার (৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

বিজনেস আওয়ার/০২ ফেব্রুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: