ঢাকা , বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ঘরের মাঠে নিমকে হারিয়েছে পিএসজি

  • পোস্ট হয়েছে : ১০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
  • 84

স্পোর্টস ডেস্ক : লিগ ওয়ানে ঘরের মাঠে নিমের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই। দলের হয়ে একটি করে গোল করেন কিলিয়ান এমবাপে, আঞ্জেল ডি মারিয়া আর পাবলো সারাবিয়া।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে পিএসজি। গোলের দেখা পেতে পারত ম্যাচের পঞ্চম মিনিটেই। তবে সারাবিয়ার নিচু শট ফেরান গোলরক্ষক। একটু পর এমবাপের শট যায় পোস্টর বাইরে।

একাদশ মিনিটে ময়েস কিনের শট পোস্টে লেগে ফিরলে হতাশা বাড়ে স্বাগতিকদের। তবে আর বেশি সময় পিএসজিকে আটকে রাখতে পারেনি নিম। ম্যাচের ১৮ মিনিটের মাথায় বাঁ পায়ের কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়া।

এরপর ম্যাচের ৩৬ মিনিটে পিএসজির লিড দ্বিগুণ করেন সারাবিয়া। কিলিয়ান এমবাপের বাড়ানো বল ধরে ডি মারিয়া আক্রমণে যান, সেখান থেকে ক্রস করেন সারাবিয়ার উদ্দেশ্যে, আর দুর্দান্ত হেড করে বল জালে জড়িয়ে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন এই স্প্যানিশ।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৮ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন এমবাপে। পারেদেসের পাস ধরে ডি-বক্সের বাইরে থেকে দারুণ বাঁকানো শটে জাল খুঁজে নেন এমবাপে।

এই জয়ে ২৩ ম্যাচে ১৫ জয় ও তিন ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা। পিএসজির সমান ম্যাচ খেলে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে লিলে, ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে অলিম্পিক লিঁও।

বিজনেস আওয়ার/০৪ ফেব্রুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সর্বাধিক পঠিত

ঘরের মাঠে নিমকে হারিয়েছে পিএসজি

পোস্ট হয়েছে : ১০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১

স্পোর্টস ডেস্ক : লিগ ওয়ানে ঘরের মাঠে নিমের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই। দলের হয়ে একটি করে গোল করেন কিলিয়ান এমবাপে, আঞ্জেল ডি মারিয়া আর পাবলো সারাবিয়া।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে পিএসজি। গোলের দেখা পেতে পারত ম্যাচের পঞ্চম মিনিটেই। তবে সারাবিয়ার নিচু শট ফেরান গোলরক্ষক। একটু পর এমবাপের শট যায় পোস্টর বাইরে।

একাদশ মিনিটে ময়েস কিনের শট পোস্টে লেগে ফিরলে হতাশা বাড়ে স্বাগতিকদের। তবে আর বেশি সময় পিএসজিকে আটকে রাখতে পারেনি নিম। ম্যাচের ১৮ মিনিটের মাথায় বাঁ পায়ের কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়া।

এরপর ম্যাচের ৩৬ মিনিটে পিএসজির লিড দ্বিগুণ করেন সারাবিয়া। কিলিয়ান এমবাপের বাড়ানো বল ধরে ডি মারিয়া আক্রমণে যান, সেখান থেকে ক্রস করেন সারাবিয়ার উদ্দেশ্যে, আর দুর্দান্ত হেড করে বল জালে জড়িয়ে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন এই স্প্যানিশ।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৮ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন এমবাপে। পারেদেসের পাস ধরে ডি-বক্সের বাইরে থেকে দারুণ বাঁকানো শটে জাল খুঁজে নেন এমবাপে।

এই জয়ে ২৩ ম্যাচে ১৫ জয় ও তিন ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা। পিএসজির সমান ম্যাচ খেলে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে লিলে, ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে অলিম্পিক লিঁও।

বিজনেস আওয়ার/০৪ ফেব্রুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: