বিজনেস আওয়ার প্রতিবেদক : চলতি অর্থ বছরের ৭ম মাস জানুয়ারিতে রফতানি আয় লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। এ মাসে ৩৪৩ কোটি ৬৭ লাখ ডলারের পণ্য রফতানি হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ কম।
২০২০ সালের জানুয়ারিতে রফতানি হয়েছিল ৩৬১ কোটি ডলারের পণ্য। গত জানুয়ারির তুলনায় রফতানি কমেছে ৪ দশমিক ৯৯ শতাংশ।
বুধবার (৩ ফেব্রুয়ারি) রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) পণ্য রফতানি আয়ের এই হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে।
পরিসংখ্যানে দেখা গেছে, ২০২০-২০২১ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) দুই হাজার ২৬৭ কোটি ডলার বা এক লাখ ৯৫ হাজার ৬৯৫ কোটি টাকার পণ্য রফতানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে এক দশমিক শূন্য ৯ শতাংশ কম।
অর্থবছরের প্রথম সাত মাসে তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, হিমায়িত পণ্য, প্লাস্টক পণ্যের রফতানি কমলেও পাটজাত পণ্য, রাসায়নিক, হস্ত শিল্পের রফতানি বেড়েছে।
বিজনেস আওয়ার/০৪ ফেব্রুয়ারি, ২০২১/এ