বিজনেস আওয়ার প্রতিবেদক : শিগগিরই গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। মেডিকেল কলেজ ও বুয়েটের পরই তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ প্রসঙ্গে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম শেখ বলেন, বুয়েট আসবে না বলে আমরা জানতে পেরেছি। আনুষ্ঠানিক চিঠি এখনও পাইনি। সেক্ষেত্রে আমরা তিন বিশ্ববিদ্যালয় মিলে গুচ্ছ পদ্ধতিতে আলাদা পরীক্ষা নেব। তবে এখনও তারিখ নির্ধারণ করা হয়নি। বুয়েট আমাদের সঙ্গে এলে ভালো হতো।
তিনি বলেন, মেডিকেল এবং বুয়েটের পরই আমরা ভর্তি পরীক্ষা নেব। মেডিকেলের তারিখ জানা গেলেও বুয়েটের তারিখ জানা যায়নি। তবে বুয়েটের কাছাকাছি সময়েই তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে। উপাচার্যদের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে।
এর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষায় বুয়েট আসবে না। তাদের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানতে পেরেছি। তবে ২০২০-২১ শিক্ষাবর্ষে তিন বিশ্ববিদ্যালয় নিয়ে প্রকৌশল ও প্রযুক্তি গুচ্ছে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজনেস আওয়ার/০৪ ফেব্রুয়ারি, ২০২১/এ