ঢাকা , রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

দেশে করোনার গণটিকাদান কর্মসূচির উদ্বোধন

  • পোস্ট হয়েছে : ১১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
  • 1

বিজনেস আওয়ার প্রতিবেদক : প্রাণঘাতী করোনাভাইরাস রোধে সারা দেশে একযোগে টিকা দেওয়া শুরু হলো। দেশের ১০০৫ কেন্দ্রে এ প্রতিষেধক দেওয়া হচ্ছে। রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা মহাখালী স্বাস্থ্য ভবনে ভার্চুয়ালি টিকা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এ সময় মন্ত্রী বলেন, করোনার টিকাদানের মাধ্যমে দেশে একটি মহৎ কাজের শুরু হলো আজ। টিকা নিয়ে কোনো সমালোচনা নয়, প্রথমে মন্ত্রী ও ভিআইপিদের নেওয়ার মাধ্যমে আস্থা বাড়বে। টিকা কার্যক্রম দিনের বিভিন্ন সময়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে প্রধান বিচারপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ও মন্ত্রিপরিষদ সচিব টিকা নেবেন।

তিনি বলেন, দেশের সকল জেলার সঙ্গে আমরা যুক্ত হয়েছি। সেখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন। তাদের সঙ্গে আমরা টিকা নিব। এটা নিয়ে যেন কোন রকমের রিউমার না হয়। এই টিকা খুবই নিরাপদ, যতগুলা টিকা আছে তাদের ভেতর এটা সবচেয়ে নিরাপদ। এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললেই চলে। আমরা হাজার হাজার মানুষকে টিকা দেব, লাখও ছাড়িয়ে যেতে পারে।

প্রাথমিকভাবে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) রবিবার সকাল ৯টায় এই কর্মসূচি শুরু হয়েছে। প্রথমেই টিকা নিয়েছেন বিচারপতি জিনাত আরা হক।

ঢাকা মেডিক্যাল হাসপাতালে দ্বিতীয় দফায় করোনা টিকার কার্যক্রম শুরু করা হয়েছে। ইতোমধ্যে ৪টি বুথে টিকা নিয়েছেন অনেকেই। এসময় টিকা নিয়েছেন হাসপাতালের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও নাক কান গলা বিভাগের সহযোগী অধ্যাপক দেবেশ চন্দ্র তালুকদার, নার্স আরিফুল হক টুটুলসহ আরও অনেকে।

রাজধানীর ৫০টি হাসপাতালের জন্য ২০৪টিসহ এবং সারা দেশে ২ হাজার ৪০০টি টিম এই টিকাদানে কাজ করছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। অধিদফতরের দেয়া তথ্যানুযায়ী, এখন পর্যন্ত সারা দেশে করোনার টিকা গ্রহণের লক্ষ্যে ৩ লাখ ২৮ হাজারের বেশি মানুষ ‘সুরক্ষা’ ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করেছেন।

প্রতিটি কেন্দ্রে সকাল ৮টা থেকে দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগে টিকা নিতে পারবেন নিবন্ধিতরা। সারা দেশে শুরু হওয়া ভ্যাকসিন কার্যক্রমের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট স্বাস্থ্য অধিদফতর।

এর আগে ২৭ জানুয়ারি একজন নার্স টিকা গ্রহণের মধ্য দিয়ে প্রাথমিক কার্যক্রম শুরু হয়। ওই দিন আরও ২৫ জন টিকা নেন। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে আরও ৫৪১ জনকে দেওয়া হয়। পার্শ্বপ্রতিক্রিয়া বোঝার জন্য এদের পর্যবেক্ষণে রাখা হয়। খুব একটা সমস্যা না হওয়ায় ৭ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে টিকা প্রয়োগ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজনেস আওয়ার/০৭ ফেব্রুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

দেশে করোনার গণটিকাদান কর্মসূচির উদ্বোধন

পোস্ট হয়েছে : ১১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : প্রাণঘাতী করোনাভাইরাস রোধে সারা দেশে একযোগে টিকা দেওয়া শুরু হলো। দেশের ১০০৫ কেন্দ্রে এ প্রতিষেধক দেওয়া হচ্ছে। রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা মহাখালী স্বাস্থ্য ভবনে ভার্চুয়ালি টিকা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এ সময় মন্ত্রী বলেন, করোনার টিকাদানের মাধ্যমে দেশে একটি মহৎ কাজের শুরু হলো আজ। টিকা নিয়ে কোনো সমালোচনা নয়, প্রথমে মন্ত্রী ও ভিআইপিদের নেওয়ার মাধ্যমে আস্থা বাড়বে। টিকা কার্যক্রম দিনের বিভিন্ন সময়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে প্রধান বিচারপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ও মন্ত্রিপরিষদ সচিব টিকা নেবেন।

তিনি বলেন, দেশের সকল জেলার সঙ্গে আমরা যুক্ত হয়েছি। সেখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন। তাদের সঙ্গে আমরা টিকা নিব। এটা নিয়ে যেন কোন রকমের রিউমার না হয়। এই টিকা খুবই নিরাপদ, যতগুলা টিকা আছে তাদের ভেতর এটা সবচেয়ে নিরাপদ। এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললেই চলে। আমরা হাজার হাজার মানুষকে টিকা দেব, লাখও ছাড়িয়ে যেতে পারে।

প্রাথমিকভাবে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) রবিবার সকাল ৯টায় এই কর্মসূচি শুরু হয়েছে। প্রথমেই টিকা নিয়েছেন বিচারপতি জিনাত আরা হক।

ঢাকা মেডিক্যাল হাসপাতালে দ্বিতীয় দফায় করোনা টিকার কার্যক্রম শুরু করা হয়েছে। ইতোমধ্যে ৪টি বুথে টিকা নিয়েছেন অনেকেই। এসময় টিকা নিয়েছেন হাসপাতালের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও নাক কান গলা বিভাগের সহযোগী অধ্যাপক দেবেশ চন্দ্র তালুকদার, নার্স আরিফুল হক টুটুলসহ আরও অনেকে।

রাজধানীর ৫০টি হাসপাতালের জন্য ২০৪টিসহ এবং সারা দেশে ২ হাজার ৪০০টি টিম এই টিকাদানে কাজ করছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। অধিদফতরের দেয়া তথ্যানুযায়ী, এখন পর্যন্ত সারা দেশে করোনার টিকা গ্রহণের লক্ষ্যে ৩ লাখ ২৮ হাজারের বেশি মানুষ ‘সুরক্ষা’ ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করেছেন।

প্রতিটি কেন্দ্রে সকাল ৮টা থেকে দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগে টিকা নিতে পারবেন নিবন্ধিতরা। সারা দেশে শুরু হওয়া ভ্যাকসিন কার্যক্রমের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট স্বাস্থ্য অধিদফতর।

এর আগে ২৭ জানুয়ারি একজন নার্স টিকা গ্রহণের মধ্য দিয়ে প্রাথমিক কার্যক্রম শুরু হয়। ওই দিন আরও ২৫ জন টিকা নেন। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে আরও ৫৪১ জনকে দেওয়া হয়। পার্শ্বপ্রতিক্রিয়া বোঝার জন্য এদের পর্যবেক্ষণে রাখা হয়। খুব একটা সমস্যা না হওয়ায় ৭ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে টিকা প্রয়োগ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজনেস আওয়ার/০৭ ফেব্রুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: