বিনোদন ডেস্ক : পরিবারের সঙ্গে কেরালার কোচি ঘুরতে গিয়ে পুলিশি জেরার মুখোমুখি হতে হয়েছে বলিউড অভিনেত্রী সানি লিওনের। টাকা নিয়েও দুটি অনুষ্ঠানে অংশ না নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আর সেই কারণেই গতকাল শুক্রবার কেরালা পুলিশের ক্রাইম ব্রাঞ্চের এই জিজ্ঞাসাবাদ।
ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদনের প্রতিবেদনে বলা হয়েছে, কোচিতে দুটি অনুষ্ঠানের জন্য সানি লিওনকে ২৯ লাখ টাকা দিয়েছিলেন আয়োজকরা। কিন্তু তিনি ওই অনুষ্ঠানে যোগ দেননি। এরপরই আয়োজকদের পক্ষ থেকে এক ব্যক্তি পুলিশে অভিযোগ জানান। সেই অভিযোগের তদন্ত করতেই কোচিতে ছুটি কাটাতে যাওয়া সানি লিওনেকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ।
এদিকে, সানি লিওনের ঘনিষ্ঠ এক ব্যক্তি পাল্টা বিবৃতিতে জানিয়েছেন, করোনাভাইরাস মহামারির জন্যই তিনি ওই অনুষ্ঠানে যোগ দেননি। শুধু তাই নয়, অন্তত পাঁচবার অনুষ্ঠান স্থগিত হয়েছে। তাই এর পুরো দায়ই আয়োজকদের। এখানেই শেষ নয়। অনুষ্ঠানের জন্য কখনোই ২৯ লাখ টাকা নেননি। বরং সানি পেয়েছেন ১২ লাখ টাকা। যা তিনি ফেরত দিয়ে দেবেন।
বিজনেস আওয়ার/০৭ ফেব্রুয়ারি, ২০২১/এ