ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মুজিববর্ষে পাকা ঘর পাবে আরো এক লাখ পরিবার

  • পোস্ট হয়েছে : ১০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১
  • 39

বিজনেস আওয়ার প্রতিবেদক : মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এ বছরই আরও এক লাখ ভূমিহীন এবং গৃহহীন পরিবারকে পাকা ঘর দেয়া হবে। এর মধ্যে দ্বিতীয় ধাপে ৫০ হাজার পরিবারকে ঘর বুঝিয়ে দেওয়া হবে। তারপর জুন-জুলাইয়ে ঘর পাবে আরো ৫০ হাজার পরিবার।

দ্বিতীয় ধাপের ৫০ হাজার নতুন ঘর নির্মাণের কাজ আগামী ৭ এপ্রিলের মধ্যে শেষ করতে বৃহস্পতিবার দেশের সব বিভাগীয় কমিশনার, ডিসিসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বিষয়ে একটি সমন্বয় সভা হয়। সেখানেই বিস্তারিত পরিকল্পনা তুলে ধরে কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।

মুজিববর্ষে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এরইমধ্যে ২ শতাংশ জমির সঙ্গে ঘর পেয়েছে সারা দেশের ভূমিহীন-গৃহহীন প্রায় ৭০ হাজার পরিবার।

বৃহস্পতিবারের সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া সরকারপ্রধানের দেওয়া নির্দেশনা ভিডিও কনফারেন্সে যুক্ত মাঠ প্রশাসনের কর্মকর্তাদের পৌঁছে দেন।

তার সভাপতিত্বে ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন, প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মাহবুব হোসেনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

তোফাজ্জল হোসেন মিয়া বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আজকে নির্দেশনা দিয়েছেন যে আরও ৫০ হাজার ঘরের জন্য আজকে ১ হাজার কোটি টাকা ছাড় করা হচ্ছে মাঠ পর্যায়ে। এটিকে কেন্দ্র করেই আজ আমরা সকলে একত্রিত হলাম।”

বিজনেস আওয়ার/১২ ফেব্রুয়ারি, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মুজিববর্ষে পাকা ঘর পাবে আরো এক লাখ পরিবার

পোস্ট হয়েছে : ১০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এ বছরই আরও এক লাখ ভূমিহীন এবং গৃহহীন পরিবারকে পাকা ঘর দেয়া হবে। এর মধ্যে দ্বিতীয় ধাপে ৫০ হাজার পরিবারকে ঘর বুঝিয়ে দেওয়া হবে। তারপর জুন-জুলাইয়ে ঘর পাবে আরো ৫০ হাজার পরিবার।

দ্বিতীয় ধাপের ৫০ হাজার নতুন ঘর নির্মাণের কাজ আগামী ৭ এপ্রিলের মধ্যে শেষ করতে বৃহস্পতিবার দেশের সব বিভাগীয় কমিশনার, ডিসিসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বিষয়ে একটি সমন্বয় সভা হয়। সেখানেই বিস্তারিত পরিকল্পনা তুলে ধরে কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।

মুজিববর্ষে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এরইমধ্যে ২ শতাংশ জমির সঙ্গে ঘর পেয়েছে সারা দেশের ভূমিহীন-গৃহহীন প্রায় ৭০ হাজার পরিবার।

বৃহস্পতিবারের সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া সরকারপ্রধানের দেওয়া নির্দেশনা ভিডিও কনফারেন্সে যুক্ত মাঠ প্রশাসনের কর্মকর্তাদের পৌঁছে দেন।

তার সভাপতিত্বে ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন, প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মাহবুব হোসেনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

তোফাজ্জল হোসেন মিয়া বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আজকে নির্দেশনা দিয়েছেন যে আরও ৫০ হাজার ঘরের জন্য আজকে ১ হাজার কোটি টাকা ছাড় করা হচ্ছে মাঠ পর্যায়ে। এটিকে কেন্দ্র করেই আজ আমরা সকলে একত্রিত হলাম।”

বিজনেস আওয়ার/১২ ফেব্রুয়ারি, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: