ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ পেয়েছে তামান্নার ‘আমপাতা জোড়া জোড়া’

  • পোস্ট হয়েছে : ০৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
  • 54

বিনোদন ডেস্ক : তুমুল জনপ্রিয় ছড়া ‘আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া’ রেশ ধরে এবার তৈরি হলো ভালোবাসার বিশেষ গান ‘সূর্যকন্যা’। গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী শামস তামান্না।

বিখ্যাত ছড়াটি থেকে দুটি লাইন নিয়ে গানের বাকি অংশ লিখেছেন আবু ইমরান। সুর-সংগীতও তারই। গানটির সূত্র ধরে নাচনির্ভর একটি ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।

এতে মডেল হিসেবে কণ্ঠশিল্পী শামস তামান্নার বিপরীতে আছেন জন ও তার দল। ভালোবাসা দিবসকে সামনে রেখে গানটি আন্তর্জালে প্রকাশ হয়েছে ১২ ফেব্রুয়ারি।

গানটি প্রসঙ্গে শামস বলেন, গানটিতে যেমন শৈশবের ছড়ার স্মৃতিটা আছে, তেমনি যৌবনের প্রেমময় আবেদনটাও আছে। গানটি প্রকাশের পর থেকে ভালো সাড়া পাচ্ছি চারপাশ থেকে। আমার পক্ষ থেকে এটি শ্রোতাদের জন্য ভালোবাসা দিবসের উপহার।

বিজনেস আওয়ার/১৩ ফেব্রুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

প্রকাশ পেয়েছে তামান্নার ‘আমপাতা জোড়া জোড়া’

পোস্ট হয়েছে : ০৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১

বিনোদন ডেস্ক : তুমুল জনপ্রিয় ছড়া ‘আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া’ রেশ ধরে এবার তৈরি হলো ভালোবাসার বিশেষ গান ‘সূর্যকন্যা’। গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী শামস তামান্না।

বিখ্যাত ছড়াটি থেকে দুটি লাইন নিয়ে গানের বাকি অংশ লিখেছেন আবু ইমরান। সুর-সংগীতও তারই। গানটির সূত্র ধরে নাচনির্ভর একটি ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।

এতে মডেল হিসেবে কণ্ঠশিল্পী শামস তামান্নার বিপরীতে আছেন জন ও তার দল। ভালোবাসা দিবসকে সামনে রেখে গানটি আন্তর্জালে প্রকাশ হয়েছে ১২ ফেব্রুয়ারি।

গানটি প্রসঙ্গে শামস বলেন, গানটিতে যেমন শৈশবের ছড়ার স্মৃতিটা আছে, তেমনি যৌবনের প্রেমময় আবেদনটাও আছে। গানটি প্রকাশের পর থেকে ভালো সাড়া পাচ্ছি চারপাশ থেকে। আমার পক্ষ থেকে এটি শ্রোতাদের জন্য ভালোবাসা দিবসের উপহার।

বিজনেস আওয়ার/১৩ ফেব্রুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: