ঢাকা , সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

চিকেন ও ডিমের মজাদার রোল

  • পোস্ট হয়েছে : ০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
  • 3

বিজনেস আওয়ার ডেস্ক : হালকা খিদের বড় সমাধান হলো রোল। ভেজিটেবল, বিফ কিংবা চিকেনের রোল সবারই পছন্দের। চিকেন ও ডিমের পুর রুটি বা পাউরুটির মধ্যে দিয়ে পেঁচিয়ে তৈরি করা হয় রোল। এর স্বাদ যেমন; পুষ্টিও অনেক। তবে আপনি যদি একটু স্বাস্থ্যকর রোল খেতে চান, তাহলে বাড়িতে সহজেই তৈরি করে নিতে পারেন। জেনে নিন রোল তৈরির রেসিপি-

উপকরণ:
টমেটো ২০ গ্রাম, পেঁয়াজ ২০ গ্রাম, ডিম ১টি, চিকেন ৫০ গ্রাম, লবণ ১০ গ্রাম, গোলমরিচ ১০ গ্রাম, মাখন ২০ গ্রাম, বড় পাউরুটি ১টি, মেয়োনিজ ৫০ গ্রাম ও টমেটো সস ২০ গ্রাম।

পদ্ধতি:
প্রথমে পাউরুটির এক পিঠে ভালো করে মেয়োনিজ মাখিয়ে নিন। ডিম সেদ্ধ করে চারটি ফালিতে কেটে নিন। চিকেনের টুকরোগুলো গ্রিল করুন। এরপর টমেটো, পেঁয়াজ কুচি করে নিন। লবণ, মরিচ, গ্রিলড চিকেন, ডিম, টমেটো, পেঁয়াজ, সস মিশিয়ে সালাদের মতো তৈরি করুন। মেয়োনিজ মাখানো পাউরুটির পিঠে সেটা রোলের মতো সাজিয়ে গোল করে নিন। রোলের বাইরের দিকে গলানো মাখন ব্রাশ করে নিন। ওভেনে দিয়ে গ্রিল করুন। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার চিকেন ও ডিমের রোল।

বিজনেস আওয়ার/১৩ ফেব্রুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

চিকেন ও ডিমের মজাদার রোল

পোস্ট হয়েছে : ০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১

বিজনেস আওয়ার ডেস্ক : হালকা খিদের বড় সমাধান হলো রোল। ভেজিটেবল, বিফ কিংবা চিকেনের রোল সবারই পছন্দের। চিকেন ও ডিমের পুর রুটি বা পাউরুটির মধ্যে দিয়ে পেঁচিয়ে তৈরি করা হয় রোল। এর স্বাদ যেমন; পুষ্টিও অনেক। তবে আপনি যদি একটু স্বাস্থ্যকর রোল খেতে চান, তাহলে বাড়িতে সহজেই তৈরি করে নিতে পারেন। জেনে নিন রোল তৈরির রেসিপি-

উপকরণ:
টমেটো ২০ গ্রাম, পেঁয়াজ ২০ গ্রাম, ডিম ১টি, চিকেন ৫০ গ্রাম, লবণ ১০ গ্রাম, গোলমরিচ ১০ গ্রাম, মাখন ২০ গ্রাম, বড় পাউরুটি ১টি, মেয়োনিজ ৫০ গ্রাম ও টমেটো সস ২০ গ্রাম।

পদ্ধতি:
প্রথমে পাউরুটির এক পিঠে ভালো করে মেয়োনিজ মাখিয়ে নিন। ডিম সেদ্ধ করে চারটি ফালিতে কেটে নিন। চিকেনের টুকরোগুলো গ্রিল করুন। এরপর টমেটো, পেঁয়াজ কুচি করে নিন। লবণ, মরিচ, গ্রিলড চিকেন, ডিম, টমেটো, পেঁয়াজ, সস মিশিয়ে সালাদের মতো তৈরি করুন। মেয়োনিজ মাখানো পাউরুটির পিঠে সেটা রোলের মতো সাজিয়ে গোল করে নিন। রোলের বাইরের দিকে গলানো মাখন ব্রাশ করে নিন। ওভেনে দিয়ে গ্রিল করুন। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার চিকেন ও ডিমের রোল।

বিজনেস আওয়ার/১৩ ফেব্রুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: