বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এএফসি এগ্রো বায়োটেক জরুরি ব্যবহারের জন্য ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে দুইটি কিট উৎপাদনের ছাড়পত্র পেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত ৯ ফেব্রুয়ারি ওষুধ প্রশাসন থেকে কিট দুইটি উৎপাদনের জন্য এই ছাড়পত্র পেয়েছে এএফসি এগ্রো। কিট দুইটি হলো: AFC Detec nCoV RT-PCR Kit এবং AFCPrep Viral RNA Extraction Kit । যত তাড়াতাড়ি সম্ভব এএফসি এগ্রো বায়োটেক পণ্যগুলোর বাণিজ্যিক উৎপাদন শুরু করবে।
বিজনস আওয়ার/১৬ ফেব্রুয়ারি, ২০২১/এস
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: