স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত মৌসুম কাটাচ্ছে ম্যানচেস্টার সিটি। লিগের শীর্ষ স্থান দখলে রেখেছে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের থেকে ১০ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে। বুধবার এভারটনের মাঠ গুডিসন পার্কে ৩-১ গোলের ব্যবধানে জিতেছে সিটি। এই জয়ে লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে বছরের প্রথম ১০ ম্যাচেই জিতল ম্যানচেস্টার সিটি।
এভারটনের মাঠে প্রাধান্য বিস্তার করে খেলা ম্যানসিটি ফিল ফডেনের গোলে এগিয়ে যায় ম্যাচের ৩২তম মিনিটে। পাঁচ মিনিট পরই অবশ্য স্বাগতিকদের সমতায় ফিরিয়েছিলেন রিচার্লিসন। তবে দ্বিতীয়ার্ধে আর পাত্তা পায়নি দলটি। ৬৩ মিনিটে ব্যবধান ২-১ করেন রিয়াদ মাহারেজ, ৭৭ মিনিটে বেনের্দো সিলভা শেষ পেরেকটি ঠুকে দিলে ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।
এই জয়ে ২৪ ম্যাচে ১৭টি জয় ও পাঁচ ড্র আর দুই হারে সিটির পয়েন্ট ৫৬। লিগ টেবিলে ১০ পয়েন্ট লিড নিয়ে এখন শীর্ষে আছে ম্যানসিটি।ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৪৬। ইউনাইটেডের সমান ৪৬ পয়েন্ট নিয়েই তিনে লেস্টার সিটি। চার নম্বরে থাকা চেলসির পয়েন্ট ৪২।
বিজনেস আওয়ার/১৮ ফেব্রুয়ারি, ২০২১/এ