ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ফের জুটি বাঁধলেন ফারহান-সারিকা

  • পোস্ট হয়েছে : ১১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
  • 43

বিনোদন ডেস্ক : ফারহান-সারিকা জুটি বেঁধে নাটকে অভিনয় করা মানেই হচ্ছে দর্শকদের ভিন্ন কিছু দেখতে পাওয়া। হ্যাঁ আবারও তেমনটাই হল। সম্প্রতি তারা ‌‘সিগন্যাল’ নামের একটি নাটকে অভিনয় করেছেন। সহিদ উন নবীর গল্প ভাবনা ও পরিচালনায় নাটকটির চিত্রনাট্য লিখেছেন কুদরত উল্লাহ।

নতুন নাটকটি প্রসঙ্গে অভিনেতা ফারহান বললেন, পুরোটিম মিলে যে কষ্টটা করেছি তাতে বোধ করি এর আগে এমনটা করতে পারিনি। তবে এবার পারলাম। কারণ লোকেশন, গল্প, চিত্রনাট্য সব মিলিয়ে বলতে পারেন এটি একটি টিম ওয়ার্ক ছিল। দর্শক দেখেই আমাকে চমকে যাবেন এবার।

অভিনেত্রী সারিকা বললেন, একেক দৃশ্যে লোকেশন একেক জায়গাতে হওয়ায় বেশ বেগ পেতে হয়েছে। তবে সর্বচ্চ চেষ্টা করেছি অভিনয়ের জায়গা থেকে। বাকিটা দর্শক বলতে পারবেন।

নির্মাতা নবী জানান, রাজধানীর কমলাপুর রেল ইস্টিশন থেকে মাঝ পথে যেতে উত্তরার হাউজ পর্যন্ত যেই লোকেশন আমাদের পছন্দ হয়েছে সেখানেই দৃশ্যধারণ করেছি। অনেক জায়গাতে প্রতিবন্দকতা ছিল, তবে গল্পটা ইতিবাচক হওয়ায় কেউ আর আটকাতে পারেনি। আমারা একটি সুন্দর মেসেজ দিয়েছি গল্পে।

নির্মাতা সুত্রে জানা গেছে, নাটকটিতে ফারহান সারিকা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন, সম্রাট. জয়নাল জ্যাক, আহসান হাবীব অংকন, রায়হান, সোহেল, খালিদ, হাসিব সোহেল, অগ্নিলা, কামরুল সহ আরও অনেকে। ডিওপি হিসেবে ছিলেন, সুমন হোসাইন। সহকারী পরিচালক হিসেবে ছিলেন ইমন, অগ্নিলা ও লাবিব।

বিজনেস আওয়ার/২০ ফেব্রুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ফের জুটি বাঁধলেন ফারহান-সারিকা

পোস্ট হয়েছে : ১১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১

বিনোদন ডেস্ক : ফারহান-সারিকা জুটি বেঁধে নাটকে অভিনয় করা মানেই হচ্ছে দর্শকদের ভিন্ন কিছু দেখতে পাওয়া। হ্যাঁ আবারও তেমনটাই হল। সম্প্রতি তারা ‌‘সিগন্যাল’ নামের একটি নাটকে অভিনয় করেছেন। সহিদ উন নবীর গল্প ভাবনা ও পরিচালনায় নাটকটির চিত্রনাট্য লিখেছেন কুদরত উল্লাহ।

নতুন নাটকটি প্রসঙ্গে অভিনেতা ফারহান বললেন, পুরোটিম মিলে যে কষ্টটা করেছি তাতে বোধ করি এর আগে এমনটা করতে পারিনি। তবে এবার পারলাম। কারণ লোকেশন, গল্প, চিত্রনাট্য সব মিলিয়ে বলতে পারেন এটি একটি টিম ওয়ার্ক ছিল। দর্শক দেখেই আমাকে চমকে যাবেন এবার।

অভিনেত্রী সারিকা বললেন, একেক দৃশ্যে লোকেশন একেক জায়গাতে হওয়ায় বেশ বেগ পেতে হয়েছে। তবে সর্বচ্চ চেষ্টা করেছি অভিনয়ের জায়গা থেকে। বাকিটা দর্শক বলতে পারবেন।

নির্মাতা নবী জানান, রাজধানীর কমলাপুর রেল ইস্টিশন থেকে মাঝ পথে যেতে উত্তরার হাউজ পর্যন্ত যেই লোকেশন আমাদের পছন্দ হয়েছে সেখানেই দৃশ্যধারণ করেছি। অনেক জায়গাতে প্রতিবন্দকতা ছিল, তবে গল্পটা ইতিবাচক হওয়ায় কেউ আর আটকাতে পারেনি। আমারা একটি সুন্দর মেসেজ দিয়েছি গল্পে।

নির্মাতা সুত্রে জানা গেছে, নাটকটিতে ফারহান সারিকা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন, সম্রাট. জয়নাল জ্যাক, আহসান হাবীব অংকন, রায়হান, সোহেল, খালিদ, হাসিব সোহেল, অগ্নিলা, কামরুল সহ আরও অনেকে। ডিওপি হিসেবে ছিলেন, সুমন হোসাইন। সহকারী পরিচালক হিসেবে ছিলেন ইমন, অগ্নিলা ও লাবিব।

বিজনেস আওয়ার/২০ ফেব্রুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: