বিনোদন ডেস্ক : নির্মাতা দীপংকর দীপনের দ্বিতীয় সিনেমা ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি পাবে ১৯ জুলাই। গতকাল ২৩ ফেব্রুয়ারি ‘অপারেশন সুন্দরবন’-এর টিজার মুক্তি পায়। টিজার প্রকাশের পাশাপাশি সিনেমার মুক্তির দিনও ঘোষণা করা হয়।
জানা গেছে, এলিট ফোর্স র্যাপিড এ্যকশন ব্যাটালিয়ন (র্যাবে)-এর ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি প্রযোজনা করেছে সিনেমাটি। পুলিশের পর এবার র্যাবের দুঃসাহসিক ঘটনা উঠে আসবে বড় পর্দায়।
চলচ্চিটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ আহমেদ, সিয়াম আহমেদ, রোশান, নুসরাত ফারিয়া, শতাব্দী ওয়াদুদ, তাসকিন রহমান, মনোজ প্রামানিকসহ আরও অনেকে।
বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে একসময় জলদস্যুদের অবাধ বিচরণ ছিল। ফলে সুন্দরবন ছিল সাধারণ মানুষের জন্য ভয়ের এক জায়গা। এমনকি সুন্দরবনের জেলে, মৌয়ালও জীবিকা নির্বাহের জন্য মাছ ধরতে ও মধু সংগ্রহ করতে পারত না।
এখন সুন্দরবন দস্যুশূন্য। র্যাবের চৌকষ বাহিনীর একের পর এক অভিযানে সুন্দরবন হয়েছে দস্যুহীন। র্যাবের এই দুঃসাহসিক অভিযানকে উপজীব্য করেই নির্মিত হয়েছে ‘অপারেশন সুন্দরবন’।
র্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদের অনুপ্রেরণায় লিগ্যাল মিডিয়ার তত্বাবধানে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। র্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন চলচ্চিত্রটি নির্মাণে সহায়তা প্রদান করেছেন।
বিজনেস আওয়ার/২৪ ফেব্রুয়ারি, ২০২১/এ