স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির জোড়া গোলে ভর করে এলচেকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। কাতালান জায়ান্টদের কাছে এই জয় বেশ স্বস্তির। কারণ এই জয়ে লা লিগার শিরোপা লড়াইয়ে টিকে থাকার রাস্তা খুঁজে পেল রোনাল্ড কোম্যানের দল। ক্যাম্প ন্যুয়ে মেসির জোড়া গোলের পাশাপাশি একটি গোল করেছেন জর্দি আলবা। এই জয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে দলটি।
বুধবার দিনগত রাতে ম্যাচের শুরু থেকেই এলচেকে চেপে ধরে ধরলেও গোলের দেখা পায়নি বার্সা। তৃতীয় মিনিটে মেসির পাস ধরে বক্সের ভেতর থেকে দূরের পোস্ট লক্ষ্য করে শট নিয়েছিলেন ত্রিনকাও। কিন্তু দারুণ দক্ষতায় এলচেকে রক্ষা করেন গোলরক্ষক বাদিয়া। ২১তম মিনিটে এই ত্রিনকাওয়ের ৬ গজ বক্সের ভেতর থেকে নেওয়া শটও দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন এলচে গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধের খেলার শুরুর তৃতীয় মিনিটেই গোল করেন মেসি। এলচের ডিফেন্সে কারিকুরি করে ব্র্যাথওয়েটের সঙ্গে ওয়ান-টু পাসের পর জোরালো শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ৬৮তম মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন মেসি। এলচের কফিনে শেষ পেরেক ঠুকে দেন আলবা। ৭৩তম মিনিটে আলতো টোকায় জালে জড়ান কাছে থাকা আলবা।
২৪ ম্যাচে ১৫ জয় ও ৫ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সা। সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে দুইয়ে। আর শীর্ষে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের সংগ্রহ ৫৫ পয়েন্ট।
বিজনেস আওয়ার/২৫ ফেব্রুয়ারি, ২০২১/এ