স্পোর্টস ডেস্ক : ইতালিয়ান সিরি আ’তে আবারও পয়েন্ট হারিয়েছে জুভেন্টাস। নাপোলির কাছে হারের পর ক্রোটোনের সঙ্গে জয় আর তারপরেই হেল্লাস ভেরোনার সঙ্গে ১-১ গোলের ড্র। ক্রিস্টিয়ানো রোনালদো গোল করেও এনে দিতে পারেননি কাঙ্ক্ষিত জয়। হেল্লাস ভেরোনার মাঠে শনিবার রাতে ১-১ ড্র’তে শেষ হয় ম্যাচটি।
ম্যাচের শুরু থেকে দারুণ গতির তুবড়ি ছুটিয়ে জয়ের আশাবাদ জোরদার করতে থাকে দলটি। প্রথম পাঁচ মিনিটেই বেশ ক’বার দারুণ আক্রমণে উঠে আসে দলটি। তবে এরপরই যেন ঢিল পরে সে সুতোয়। শুরুর তথৈবচ ভেরোনা কিছুটা গুছিয়ে আনে নিজেদের, জুভেন্তাসও তাতে হারাতে থাকে গতি।
বিরতির আগে দুই দলই মাঝমাঠের দখলটাকে সফল আক্রমণে রূপ দিতে ব্যর্থ হয়। ৮ মিনিটে ভেরোনা ফরোয়ার্ড ডেভিড ফারাওনির হেডার ফিরিয়ে দেন জুভেন্তাস গোলরক্ষক ভয়চেক সজ্যাসনি। এর মিনিট ছয়েক পর তুরিনের দলটির সুযোগ সৃষ্টি করেছিল, ফেদেরিকো চিয়েসার শটটা কোনোক্রমে ঠেকিয়েছেন ভেরোনা গোলরক্ষক।
প্রথমার্ধে রোনালদো যেন ছিলেন বড্ড বিবর্ণ, তাতে জুভেন্তাসও ধুঁকেছিল বেশ। বিরতির পর যেই না রোনালদো ফিরলেন স্বরূপে, দলও যায় এগিয়। চিয়েসার পাস থেকে প্রতিপক্ষ বিপদসীমায় ফাঁকায় পাওয়া বল জালে জড়াতে বেগই পেতে হয়নি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে, মৌসুমের ১৯তম গোলের দেখাটাও পেয়ে যান জুভেন্তাস তারকা।
এরপর সময় যতই গড়াচ্ছিল, জুভেন্তাস রক্ষণ আঁটসাঁট করে জয়ের প্রস্তুতি নিচ্ছিল। তবে সে চেষ্টা ব্যর্থ হয় ৭৭ মিনিটে। আন্তনিন বারাকের দুর্দান্ত হেডার আছড়ে পরে জুভেন্তাস জালে। এরপর হারের শঙ্কাতেই পড়ে গিয়েছিল দলটি। তবে সেটা হয়নি বলেই কোনোক্রমে একটা পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে তুরিনের বুড়িরা।
এর ফলে ২৩ ম্যাচে ১৩ জয় ও সাত ড্রয়ে ৪৬ পয়েন্ট অর্জন করা জুভেন্তাস রইল তালিকার তৃতীয় স্থানে। শীর্ষে থাকা ইন্টার মিলানের সঙ্গে তাদের ব্যবধান ৭ পয়েন্টের। আর সিরি’আর দ্বিতীয় স্থানে থাকা মিলানের চেয়ে তিন পয়েন্টে পিছিয়ে আছেন রোনালদোরা। শীর্ষে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৫৩।
বিজনেস আওয়ার/২৮ ফেব্রুয়ারি, ২০২১/এ