বিনোদন ডেস্ক: ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে দারুণ জনপ্রিয়তা পেয়েছে ‘বোকা পাখি’ শিরোনামের গানটি। আজ থেকে ঠিক এক বছর গানটি ‘সৃষ্টি মাল্টিমিডিয়া’র ইউটিউব চ্যানেলে মুক্তি পায়।
এরই মধ্যে গানটি ৩০ মিলিয়ন অর্থাৎ৩ কোটি ভিউ ছাড়িয়েছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত গানটি ৩ কোটি ভিউ অতিক্রম করেছে। গানটি প্রকাশের পর থেকে প্রশংসিত হয় সব মহলে।
গানটিতে কণ্ঠ দিয়েছেন আতিফ আহমেদ নিলয়। গানটির কম্পোজ করেছেন এ এইচ তুর্য। গানে মডেল হয়েছেন মডেল অভিনেতা নয়ন বাবু ও শ্রাবন্তী সেলিনা। গানটির কোরিওগ্রাফি করেছেন জুড রিবেরু। ভিডিও গ্রাফি করেছেন রঞ্জন দেবনাথ।
এ প্রসঙ্গে মডেল অভিনেতা নয়ন বাবু বলেন, গানটি মানুষের মনে দাগ কাটার মতো। আমি প্রথমেই ভেবেছিলাম গানটি সবার পছন্দ হবে। বোকা পাখি গানটি প্রকাশের পর থেকেই ভাইরাল হয়েছে। ইউটিউব থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। এটাই আমাদের স্বার্থকতা।
তিনি আরও বলেন, তিন কোটি ভিউ মানে দুই কোটি দর্শকের ভালোবাসা ও তাদের মনে ঠাঁই পাওয়া। দর্শকের সেই ভালোবাসায় তিনি সিক্ত। দর্শকরা আন্তরিকভাবে গানটি গ্রহণ করেছে এটাই সবচেয়ে বেশি আনন্দের ও অনুপ্রেরণার ব্যাপার।
সৃষ্টি মাল্টিমিডিয়ার কর্ণধার আমিরুল ইসলাম বলেন, এটা সৃষ্টি মাল্টিমিডিয়ার জন্য একটি বিশেষ অর্জন। শুরু থেকেই গানটি নিয়ে আশাবাদি ছিলাম। দর্শক আমাদের আশার প্রতিদান দিয়েছেন। আমি তাদের বিশেষ ধন্যবাদ জানায়।
তিনি আরও বলেন, গানটি অন এয়ার হওয়ার পর অনেক চ্যানেল কপি করে অন্য শিল্পীর ছবি ও ভিডিও দিয়ে গানটি আপলোড করছে। আমি তাদের বলব, কপিরাইট কখনো ভালো না। এসব না করে নতুন কিছু সৃষ্টি করুন।
উল্লেখ্য, ২০১৮ সালে যাত্রা শুরু করা ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ‘সৃষ্টি মাল্টিমিডিয়া’এরই মাঝে বেশকিছু দর্শক প্রিয় নাটক উপহার দিয়ে মিডিয়া পাড়ায় ও দর্শকদের মনে আলাদা একটি স্থান করে নিতে সক্ষম হয়েছে।
বিজনেস আওয়ার/২৮ ফেব্রুয়ারি, ২০২১/এ