স্পোর্টস ডেস্ক : ২০১৯ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে অল্পের জন্য বন্দুকধারীর গুলি থেকে বেঁচে ফিরেছিলেন তামিম ইকবালরা। দুঃসহ সে স্মৃতিই যেন আবারো ফিরে এসেছে বাংলাদেশ অধিনায়কের কাছে। হোটেল রুম থেকেই শুনতে পেলেন গোলাগুলির শব্দ। আর তাতে শঙ্কাও চেপে বসেছিল বেশ।
ক্রাইস্টচার্চে হলিডে ইনে ডাবল ট্রি হোটেলে উঠেছে টিম বাংলাদেশ। ঘটনাটা ঘটল সেখানেই। তামিম নিজের রুমেই ছিলেন। তখনই শোনেন সে ‘গোলাগুলি’। সম্প্রতি এক সাক্ষাৎকারে তামিম বলেন, দুদিন আগে হোটেল থেকেই হঠাৎ গোলাগুলির শব্দ শুনলাম। শুরুতে কিছুটা ভয়ই পেয়ে গিয়েছিলাম। পরে জেনেছি, ওটা গোলাগুলি নয়, ছিল কনসার্টে ফোটানো আতশবাজি!
২০১৯ সালের সর্বশেষ সফরে সেদিন জুম্মার নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ। সে হামলায় বাংলাদেশি সহ প্রাণ হারান ৫১ জন। সে দৃশ্য নিজের ফেসবুকে সরাসরি সম্প্রচারও করেছিলেন তিনি। তাদের পৌঁছানোর আগেই সেখানে মসজিদে ঢুকে হামলা চালিয়ে বসেন অস্ট্রেলিয়ান নাগরিক ব্রেন্টন ট্যারান্ট।
বিজনেস আওয়ার/০২ মার্চ, ২০২১/এ