বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো সুকুক ইস্যু করে ৩ হাজার কোটি টাকা সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি দুইটি সহযোগী প্রতিষ্ঠান তিস্তা সোলার লিমিটেড এবং করতোয়া সোলার লিমিটেডের সৌর প্রকল্প নির্মাণের উদ্দেশ্যে এই অর্থ সংগ্রহ করা হবে। এছাড়াও বেক্সিমকো লিমিটেডের টেক্সটাইল বিভাগের বিস্তৃতিকরণের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জামাদি স্থাপনের জন্য এই অর্থ ব্যয় করা হবে।
তবে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এই সুকুক ইস্যু করা হবে।
এই সুকুকের অভিহিত মূল্য হবে ১০০ টাকা এবং ৫০টিতে লট নির্ধারণ করা হয়েছে। সেহিসেবে এক লট সুকুকের মূল্য দাড়াবে ৫ হাজার টাকা। আর এই সুকুকের মেয়াদ হবে পাঁচ বছর।
বিজনেস আওয়ার/০৩ মার্চ, ২০২১/এস
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: