ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ঘরের মাঠে স্পেৎজিয়াকে উড়িয়ে দিলো জুভেন্টাস

  • পোস্ট হয়েছে : ১২:০০ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১
  • 36

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে স্পেৎজিয়াকে ৩-০ গোলে হারিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোরা।ফেদেরিকো চিয়েসা, আলভারো মোরাতা আর ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।

তিন দিন আগে হেল্লাস ভেরোনার মাঠে হোঁচট খাওয়া শিরোপাধারীরা এবার শুরুতেই গোল খেতে বসেছিল। ম্যাচের অষ্টম মিনিটে প্রতি-আক্রমণে স্পেৎজিয়ার ডিফেন্ডার রিকার্দো মার্কিসার শট পোস্টের পাশ দিয়ে বেরিয়ে যায়।

২৯তম মিনিটে সতীর্থের লম্বা করে বাড়ানো বল ডি-বক্সের মুখে ফাঁকায় আয়ত্ত্বে প্রায় পেয়েই গিয়েছিলেন আলেক্স সান্দ্রো। গোলরক্ষক ইভান প্রোভেদেল ছুটে এসে প্রতিহত করেন। ফিরতি বল পেয়ে রোনালদো শট নিতে দেরি করায় সুযোগটি নষ্ট হয় ইউভেন্তুসের।

বিরতির খানিক আগে আসরের সর্বোচ্চ গোলদাতার সামনে দুর্ভাগ্য বাঁধ সাধে। এবার ফাঁকায় বল পেয়ে পর্তুগিজ তারকার নেওয়া কোনাকুনি শট পোস্টে বাধা পায়। এভাবেই গোলশূন্য অবস্থায় শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে ফিরে গোছালো ফুটবল শুরু করে জুভেন্টাস। আর ম্যাচের প্রথম গোল চলে আসে খেলার সময় এক ঘণ্টা পেরুতেই। ম্যাচের ৬২ মিনিটে বের্নারদেস্কির উঁচু করে বাড়ানো বল বাঁ পায়ের শটে গোল করেন মোরাতা।

লিড নেওয়ার পর আরও গোলের জন্য মরিয়া হয়ে ওঠে জুভে। ফলাফল আসে দ্রুতই। ম্যাচের ৭১ মিনিটের মাথায় ফেদেরিকো চিয়েসার গোলে ২-০’তে এগিয়ে যায় জুভেরা। তবে তখনও রোনালদো স্কোরশিটে নাম লেখানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন।

শেষ পর্যন্ত ম্যাচের ৮৯তম মিনিটে সাফল্যের দেখা পান পর্তুগিজ এই সুপারস্টার। ডান দিক থেকে রদ্রিগো বেন্টাকারের পাস ধরে ডি-বক্সের মুখ থেকে নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। এই জয়ে ৪৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে জুভেন্টাস।

বিজনেস আওয়ার/০৩ মার্চ, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ঘরের মাঠে স্পেৎজিয়াকে উড়িয়ে দিলো জুভেন্টাস

পোস্ট হয়েছে : ১২:০০ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে স্পেৎজিয়াকে ৩-০ গোলে হারিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোরা।ফেদেরিকো চিয়েসা, আলভারো মোরাতা আর ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।

তিন দিন আগে হেল্লাস ভেরোনার মাঠে হোঁচট খাওয়া শিরোপাধারীরা এবার শুরুতেই গোল খেতে বসেছিল। ম্যাচের অষ্টম মিনিটে প্রতি-আক্রমণে স্পেৎজিয়ার ডিফেন্ডার রিকার্দো মার্কিসার শট পোস্টের পাশ দিয়ে বেরিয়ে যায়।

২৯তম মিনিটে সতীর্থের লম্বা করে বাড়ানো বল ডি-বক্সের মুখে ফাঁকায় আয়ত্ত্বে প্রায় পেয়েই গিয়েছিলেন আলেক্স সান্দ্রো। গোলরক্ষক ইভান প্রোভেদেল ছুটে এসে প্রতিহত করেন। ফিরতি বল পেয়ে রোনালদো শট নিতে দেরি করায় সুযোগটি নষ্ট হয় ইউভেন্তুসের।

বিরতির খানিক আগে আসরের সর্বোচ্চ গোলদাতার সামনে দুর্ভাগ্য বাঁধ সাধে। এবার ফাঁকায় বল পেয়ে পর্তুগিজ তারকার নেওয়া কোনাকুনি শট পোস্টে বাধা পায়। এভাবেই গোলশূন্য অবস্থায় শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে ফিরে গোছালো ফুটবল শুরু করে জুভেন্টাস। আর ম্যাচের প্রথম গোল চলে আসে খেলার সময় এক ঘণ্টা পেরুতেই। ম্যাচের ৬২ মিনিটে বের্নারদেস্কির উঁচু করে বাড়ানো বল বাঁ পায়ের শটে গোল করেন মোরাতা।

লিড নেওয়ার পর আরও গোলের জন্য মরিয়া হয়ে ওঠে জুভে। ফলাফল আসে দ্রুতই। ম্যাচের ৭১ মিনিটের মাথায় ফেদেরিকো চিয়েসার গোলে ২-০’তে এগিয়ে যায় জুভেরা। তবে তখনও রোনালদো স্কোরশিটে নাম লেখানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন।

শেষ পর্যন্ত ম্যাচের ৮৯তম মিনিটে সাফল্যের দেখা পান পর্তুগিজ এই সুপারস্টার। ডান দিক থেকে রদ্রিগো বেন্টাকারের পাস ধরে ডি-বক্সের মুখ থেকে নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। এই জয়ে ৪৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে জুভেন্টাস।

বিজনেস আওয়ার/০৩ মার্চ, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: