বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ২০২০ সালে ব্যবসায় ১৮ কোটি টাকা মুনাফা হয়েছে। এ পরিমাণ মুনাফা হলেও কোম্পানির শেয়ারহোল্ডাররা ১ টাকাও পাবে না।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি ৫.৩৮ টাকা মুনাফা হয়েছে। শেয়ারবাজারে কোম্পানিটির ৩ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার ৪৭২টি শেয়ার রয়েছে। এহিসেবে কোম্পানিটির মোট ১৮ কোটি ২৩ লাখ ১৪ হাজার ৫৯৯ টাকা মুনাফা হয়েছে।
এদিকে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। এ কারণে শেয়ারপ্রতি ২ টাকা করে অর্থাৎ ৬ কোটি ৭৭ লাখ ৭৪ হাজার ৯৪৪ টাকা পরিশোধিত মূলধন বাড়াবে। আর বাকি ১১ কোটি ৪৫ লাখ ৩৯ হাজার ৬৫৫ টাকা রিজার্ভে যোগ হবে। পরিশোধিত মূলধন এবং রিজার্ভে রাখার কারণে কোম্পানির শেয়ারহোল্ডাররা নগদ হিসাবে কিছুই পাবে। শুধুমাত্র শেয়ারহোল্ডারদের শেয়ার সংখ্যা বাড়িয়ে দিয়েই পার পাচ্ছে কোম্পানিটি।
বিজনেস আওয়ার/০৯ মার্চ, ২০২১/এস