বিজনেস আওয়ার প্রতিবেদক : রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আটকের পর নির্যাতনের বর্ণনা দিয়েছেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর। তিনি সেই নির্যাতনের ঘটনায় মামলা নিতে আদালতের কাছে আবেদন করেছেন।
বুধবার (১০ মার্চ) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশের আদালতে কিশোর তার নির্যাতনের বর্ণনা দেন। আদালত তার জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানান।
এ প্রসঙ্গে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর গণমাধ্যমকে বলেন, আমাকে আটকের পর নির্যাতন করা হয়েছে। নির্যাতনে তার কানের পর্দা ফেটে গেছে। আমি এ বিষয় নির্যাতনকারীদের বিরুদ্ধে আদালতে কাছে মামলা নেয়ার আবেদন করেছি।
কিশোরের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, কিশোরকে আটকের পর নির্যাতন করা হয়েছে। আমরা আজ আদালতে হেফাজতে নির্যাতন আইনে মামলা নিতে আবেদন করেছি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। এ বিষয় পরে আদেশ দেয়া হবে বলে জানিয়েছেন।
বিজনেস আওয়ার/১০ মার্চ, ২০২১/এ