ঢাকা , শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

মাইয়া মাইনসের মাংস সব (……) খায়!

  • পোস্ট হয়েছে : ১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১
  • 94

বিনোদন ডেস্ক : সম্প্রতি ‘পদ্ম পুরাণ’ সিনেমায় ‘নোনা’ শিরোনামে একটি গান প্রকাশ করা হয়েছে। গানের শুরুতে প্রসূন আজাদের কিছু সাহসী সংলাপে পুরুষদের নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। আর সেসব সংলাপে নেট দুনিয়ায় চলছে আলোচনার ঝড়।

গানের শুরুতে দেখা যায়, প্রসূন আজাদ মদ পান করে বলছেন আমার থেকে ভালো পুরুষ মানুষ আর কেউ চিনে না। কাঁটা তারের বেড়ার এইপার আর ওইপার দুই পার হলো আমার দুই রানের (বিপ)। হিন্দুগো গরুর মাংস খাওয়া নিষেধ, মুসলমানের শুয়োরের মাংস। কিন্তু এই মাইয়া মাইনসের মাংস সব শালায় খায়। সব জায়গায় চলে, মেশিনের মতো চলে। এমন সংলাপের পরই বেজে ওঠে ‘নোনা’ শিরোনামের গানটি।

চলচ্চিত্রটি মুক্তির বিষয়ে নির্মাতা রাশিদ পলাশ বলেন, করোনার জন্য ছবিটির রিলিজে কিছুটা বিলম্ব হয়েছে। আমরা স্কুল-কলেজ খোলার অপেক্ষায় ছিলাম। এখন সেটা খোলার আভাস মিলেছে, তাই ছবির গান দিয়ে সামনে আসা। আমার বিশ্বাস দর্শকরা ‘নোনা’ পছন্দ করবে।

তিনি আরও বলেন, আমার কাছে সিনেমা নিছক বিনোদন নয়, এটা একটা বোধ, একটা বিশ্বাস। নোনায় সে বোধ খুঁজে পাওয়া যাবে। প্রসূন বলেন, ভিন্নধর্মী একটি কাজ। বাস্তবতাকে তুলে ধরা হয়েছে এখানে।

বিজনেস আওয়ার/১৩ মার্চ, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মাইয়া মাইনসের মাংস সব (……) খায়!

পোস্ট হয়েছে : ১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১

বিনোদন ডেস্ক : সম্প্রতি ‘পদ্ম পুরাণ’ সিনেমায় ‘নোনা’ শিরোনামে একটি গান প্রকাশ করা হয়েছে। গানের শুরুতে প্রসূন আজাদের কিছু সাহসী সংলাপে পুরুষদের নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। আর সেসব সংলাপে নেট দুনিয়ায় চলছে আলোচনার ঝড়।

গানের শুরুতে দেখা যায়, প্রসূন আজাদ মদ পান করে বলছেন আমার থেকে ভালো পুরুষ মানুষ আর কেউ চিনে না। কাঁটা তারের বেড়ার এইপার আর ওইপার দুই পার হলো আমার দুই রানের (বিপ)। হিন্দুগো গরুর মাংস খাওয়া নিষেধ, মুসলমানের শুয়োরের মাংস। কিন্তু এই মাইয়া মাইনসের মাংস সব শালায় খায়। সব জায়গায় চলে, মেশিনের মতো চলে। এমন সংলাপের পরই বেজে ওঠে ‘নোনা’ শিরোনামের গানটি।

চলচ্চিত্রটি মুক্তির বিষয়ে নির্মাতা রাশিদ পলাশ বলেন, করোনার জন্য ছবিটির রিলিজে কিছুটা বিলম্ব হয়েছে। আমরা স্কুল-কলেজ খোলার অপেক্ষায় ছিলাম। এখন সেটা খোলার আভাস মিলেছে, তাই ছবির গান দিয়ে সামনে আসা। আমার বিশ্বাস দর্শকরা ‘নোনা’ পছন্দ করবে।

তিনি আরও বলেন, আমার কাছে সিনেমা নিছক বিনোদন নয়, এটা একটা বোধ, একটা বিশ্বাস। নোনায় সে বোধ খুঁজে পাওয়া যাবে। প্রসূন বলেন, ভিন্নধর্মী একটি কাজ। বাস্তবতাকে তুলে ধরা হয়েছে এখানে।

বিজনেস আওয়ার/১৩ মার্চ, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: