বিজনেস আওয়ার প্রতিবেদক : সোমবার (১৫ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৩টির বা ২৯.১০ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে হা-ওয়েল টেক্সটাইলের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, রবিবার হা-ওয়েল টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৫ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩২.৮০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.২০ টাকা বা ৬.২৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে হা-ওয়েল টেক্সটাইল ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৪.৩১ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৪.১০ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের ৩.৮৯ শতাংশ, ফাইন ফুডসের ৩.৮৭ শতাংশ, জাহিনটেক্সের ৩.৫০ শতাংশ, মিরাকলের ৩.৩৭ শতাংশ, অলটেক্সের ৩.১৫ শতাংশ, হাক্কানি পাল্পের ৩.০৯ শতাংশ এবং আলহাজ্ব টেক্সটাইলের শেয়ার দর ২.৭৯ শতাংশ কমেছে।
বিজনেস আওয়ার/১৫ মার্চ, ২০২১/এস