বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশে করোনা মহামারির কারণে নির্বাচনি পরীক্ষা ছাড়াই ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণ শুরু হতে যাচ্ছে। আগামী ১ এপ্রিল থেকে ৭ এপ্রিলের মধ্যে এই ফরম পূরণ করতে হবে। ফি জমা দেওয়া যাবে ৮ এপ্রিল পর্যন্ত।
রবিবার (২১ মার্চ) ঢাকা শিক্ষা বোর্ড এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিলম্ব ফি দিয়ে ১০ থেকে ১৩ এপ্রিলের মধ্যে আবেদন করা যাবে। বিলম্ব ফি জমা দেওয়ার শেষ সময় ১৫ এপ্রিল। বিলম্ব ফি ১০০ টাকা।
শিক্ষার্থীদের তথ্য ও সম্ভাব্য তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) ২৯ মার্চ দেওয়া হবে। ওই সম্ভাব্য তালিকা থেকে ১ এপ্রিল থেকে আগামী ৭ এপ্রিলের মধ্যে অনলাইনে ফরম পুরণ সম্পন্ন করতে হবে। বিলম্ব ফি ছাড়া টাকা জমা দেওয়ার শেষ দিন ৮ এপ্রিল।
বিজ্ঞান বিভাগের নিয়মিত পরীক্ষার্থীদের জন্য বোর্ড ফি এক হাজার ৫০৫ টাকা, কেন্দ্র ফি ৪৬৫ টাকা। মোট এক হাজার ৯৭০ টাকা।
ব্যবসায়ী শিক্ষা বিভাগের শিক্ষার্থীর জন্য বোর্ড ফি এক হাজার ৪১৫ টাকা, কেন্দ্র ফি ৪৩৫ টাকা। মোট এক হাজার ৮৫০ টাকা।
মানবকি বিভাগের শিক্ষার্থীদের শিক্ষার্থীদের জন্য বোর্ড ফি এক হাজার ৪১৫ টাকা, কেন্দ্র ফি ৪৩৫ টাকা। মোট এক হাজার ৮৫০ টাকা।
বিজনেস আওয়ার/২২ মার্চ, ২০২১/এ