বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের অর্থনীতিকে দ্রুত পুনরুজ্জীবিত করার লক্ষ্যে সরকার ১ দশমিক ০৩ ট্রিলিয়ন ডলার উদ্দীপন প্যাকেজ ঘোষণা করেছে। এ জন্য বাজেট বাস্তবায়নে সরকার আরও নতুন নতুন উৎস থেকে অর্থের সন্ধান করছে।
সরকারের প্রত্যাশা, ২০২০-২১ অর্থবছরে দেশের উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অতিরিক্ত আরও প্রায় দুই বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা পাওয়া যাবে (প্রতি ডলার সমান ৮৬ টাকা হিসেবে) যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ হাজার ২০০ কোটি টাকা।
ইআরডি সূত্র জানা গেছ, বাজেট বাস্তবায়ন করতে সরকারের বিনিময় ভারসাম্য সহায়তার (বিওপি) অনুরোধে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি), জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থাসহ (জাইকা) বড় উন্নয়ন অংশীদারদের কাছ থেকে ঋণ সাড়া মিলেছে।
সরকার আশা করছে, আগামী (২০২০-২১) অর্থবছরে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অতিরিক্ত ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলার ঋণ মিলবে। এ সহায়তাসহ ২০২০-২১ অর্থবছরে ঘাটতি অর্থায়ন লক্ষ্যমাত্রা ২৩ দশমিক ৮ শতাংশ বেড়েছে, যা টাকার অংকে প্রায় ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলার।
এ প্রসঙ্গে সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্বব্যাংক) শাহাবুদ্দিন পাটোয়ারি বলেন, ‘বিশ্বব্যাংকের কাছে ৫০ কোটি ডলার বাজেট সহায়তা চাওয়া হয়েছে। তারা এটা দিতে চেয়েছে। এছাড়া আরও কিছু প্রকল্প পাইপ লাইনে আছে।
বিজনেস আওয়ার/১৭ জুন, ২০২০/এ