ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

প্রাণনাশের হুমকি, জিডি করলেন ওমর সানী

  • পোস্ট হয়েছে : ০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১
  • 43

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানী প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে প্রযোজক ইকবাল হোসেনের নামে রাজধানীর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি। রোববার (২১ মার্চ) রাতে তাকে এ হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন ওমর সানী।

কী কারণে প্রাণনাশের হুমকি দিয়েছিলেন ইকবাল এ বিষয়ে ওমর সানী বলেন, ক্লাবের নাশতায় দেওয়া ডিমের দাম চেয়েছিল বিক্রেতা। কিন্তু দাম না দিয়ে ছোট্ট ছেলেটার ওপর চড়াও হন ইকবাল। পরিস্থিতি শান্ত করতে গেলে আমার ওপরই ক্ষেপে যান। উত্তেজিত হয়ে আমাকে ও আমার মৃত মাকে নিয়ে গালিগাল করেন। আমাকে প্রাণনাশের হুমকি-ধমকি দেন তিনি।

সানী আরও বলেন, ঘটনার সময় আমি তাকে (ইকবাল) কাউন্টারে কিছু বলি নাই। তখন ক্লাবে অনেকেই উপস্থিত ছিলেন। সে কাঁটাচামচ নিয়ে ক্ষিপ্ত হয়ে তিনবার আমাকে আঘাত করার চেষ্টা করেছে। তাকে সবাই ফিরিয়েছে নইলে কালই আমি মার্ডার হয়ে যেতে পারতাম।

৯০ দশকের জনপ্রিয় এই চিত্রনায়ক আরও জানান, প্রাণনাশের হুমকির ঘটনায় তিনি এখনও শঙ্কিত। ইকবাল যে কোনো মুহূর্তে তার ক্ষতি করতে পারে। এ জন্য বাধ্য হয়ে রাতেই জিডি করেছেন। খুব দ্রুত ইকবালের গ্রেপ্তারও দাবি করেন সানী।

ওমর সানীর জিডি প্রসঙ্গে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ওমর সানী একটা জিডি করেছেন। জিডিটা তদন্তে আমলযোগ্য কী না সেটা জানতে আমরা আদালতে আবেদন করেছি। আদালত তদন্তের নির্দেশনা দিলে আমরা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেব।

এ প্রসঙ্গে জানতে চাইলে চলচ্চিত্র প্রযোজক ইকবাল হোসেন বলেন, তার নামে মিথ্যা অভিযোগ এনে জিডি করেছেন ওমর সানী। আমি তাকে কোনও ধরনের হুমকি দেয়নি।

বিজনেস আওয়ার/২৪ মার্চ, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

প্রাণনাশের হুমকি, জিডি করলেন ওমর সানী

পোস্ট হয়েছে : ০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানী প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে প্রযোজক ইকবাল হোসেনের নামে রাজধানীর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি। রোববার (২১ মার্চ) রাতে তাকে এ হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন ওমর সানী।

কী কারণে প্রাণনাশের হুমকি দিয়েছিলেন ইকবাল এ বিষয়ে ওমর সানী বলেন, ক্লাবের নাশতায় দেওয়া ডিমের দাম চেয়েছিল বিক্রেতা। কিন্তু দাম না দিয়ে ছোট্ট ছেলেটার ওপর চড়াও হন ইকবাল। পরিস্থিতি শান্ত করতে গেলে আমার ওপরই ক্ষেপে যান। উত্তেজিত হয়ে আমাকে ও আমার মৃত মাকে নিয়ে গালিগাল করেন। আমাকে প্রাণনাশের হুমকি-ধমকি দেন তিনি।

সানী আরও বলেন, ঘটনার সময় আমি তাকে (ইকবাল) কাউন্টারে কিছু বলি নাই। তখন ক্লাবে অনেকেই উপস্থিত ছিলেন। সে কাঁটাচামচ নিয়ে ক্ষিপ্ত হয়ে তিনবার আমাকে আঘাত করার চেষ্টা করেছে। তাকে সবাই ফিরিয়েছে নইলে কালই আমি মার্ডার হয়ে যেতে পারতাম।

৯০ দশকের জনপ্রিয় এই চিত্রনায়ক আরও জানান, প্রাণনাশের হুমকির ঘটনায় তিনি এখনও শঙ্কিত। ইকবাল যে কোনো মুহূর্তে তার ক্ষতি করতে পারে। এ জন্য বাধ্য হয়ে রাতেই জিডি করেছেন। খুব দ্রুত ইকবালের গ্রেপ্তারও দাবি করেন সানী।

ওমর সানীর জিডি প্রসঙ্গে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ওমর সানী একটা জিডি করেছেন। জিডিটা তদন্তে আমলযোগ্য কী না সেটা জানতে আমরা আদালতে আবেদন করেছি। আদালত তদন্তের নির্দেশনা দিলে আমরা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেব।

এ প্রসঙ্গে জানতে চাইলে চলচ্চিত্র প্রযোজক ইকবাল হোসেন বলেন, তার নামে মিথ্যা অভিযোগ এনে জিডি করেছেন ওমর সানী। আমি তাকে কোনও ধরনের হুমকি দেয়নি।

বিজনেস আওয়ার/২৪ মার্চ, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: