বিজনেস আওয়ার প্রতিবেদক (ফরিদপুর) : ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বাসের সুপারভাইজারসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৫ যাত্রী।
বুধবার দিবাগত রাত ১টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার মাধুপপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— ঝালকাঠির আক্তার হোসেন ও মুন্সীগঞ্জের ইদ্রিস আলী।
ওই পরিবহনের এক যাত্রী জানান, জিএম পরিবহনের চালক চোখে ঘুম ঘুম ভাব নিয়ে বাস চালাচ্ছিলেন। ফলে এ দুর্ঘটনা ঘটে। চালক সাত্তার ও তার সহকারীকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
ভাঙ্গা ফায়ার স্টেশনের কর্মকর্তা খোকন জমাদ্দার জানান, গতকাল রাত ১টার সময় যশোর থেকে ছেড়ে আসা বরিশালগামী জিএম পরিবহণের একটি বাস মাধবপুর এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজনেস আওয়ার/২৫ মার্চ, ২০২১/এ