আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এর মধ্যে মারা গেছেন ২৭ লাখ ৫৬ হাজার ৭৬ জন। সুস্থ হয়েছেন ১০ কোটি ১২ লাখ ৮৩ হাজার ২৬৩ জন। বৃহস্পতিবার (২৫ মার্চ) আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত ৫ লাখ ৫৮ হাজার ৪২২ জন মারা গেছেন। মৃত্যু বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে মৃত্যু হয়েছে ৩ লাখ ১ হাজার ৮৭ জনের।
তালিকায় তৃতীয় স্থানে ভারতে মারা গেছেন ১ লাখ ৬০ হাজার ৭২৬ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। পরে ধীরে ধীরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। করোনাভাইরাস প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বিজনেস আওয়ার/২৫ মার্চ, ২০২১/এ