বিজনেস আওয়ার প্রতিবেদক (রাজশাহী) : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আব্দুল হান্নান হয়ে মারা গেছেন। শনিবার (২৭ মার্চ) দিবাগত মধ্যরাতে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী বলেন, গত মঙ্গলবার (২৩ মার্চ) সারাদিন তিনি রোগী দেখেছেন। কোনো সমস্যা ছিলো না। কিন্তু রাতে হঠাৎ তার শ্বাসকষ্ট দেখা দিলে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে নেওয়া হয় আইসিইউতে। হঠাৎ অসুস্থ হয়েই অবস্থা খারাপ পর্যায়ে চলে যায়।
পরীক্ষা করে দেখা যায় তার ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে। পরদিন নমুনা পরীক্ষা করে তার করোনা পজিটিভ আসে। উন্নত চিকিৎসার জন্য আমরা এয়ার অ্যাম্বুলেন্সে ডা. হান্নানকে ঢাকায় নিয়ে যাওয়া চেষ্টা করেছি। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় নেওয়া সম্ভব হয়নি। শুক্রবার (২৬ মার্চ) রাত থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
বিজনেস আওয়ার/২৮ মার্চ, ২০২১/এ