বিনোদন ডেস্ক : প্রতিদিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। দেশের অবস্থা মোটেও ভালো যাচ্ছে না। প্রতিটা দিন আতঙ্কেই কাটছে। খুব ভয় লাগছে- কথা গুলো বলছিলেন ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি।
করোনা ভাইরাসের সংক্রমণরোধে গত মার্চ মাসে সরকারের সাধারণ ছুটির আগেই খুলনার নিজ বাড়িতে চলে যান পপি। দুই মাস পর ছুটি বাতিল করে সব খুলে দিলেও তিনি আর ঢাকায় ফেরেননি। করোনা পরিস্থিতির ওপরই নজর রাখছেন পপি।
এ প্রসঙ্গে পপি বলেন, আড়াই মাসের বেশি হয়েছে খুলনা এসেছি। এখানে এসে আর যাইনি। দেশের পরিস্থিতি দেখে খুব একটা ভালো নেই মন। ভয় কাজ করছে সারাক্ষণ। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। দেশের মানুষের যে কি অবস্থা হবে!
কিভাবে সময় কাটছে? জানতে চাইলে তিনি বলেন, এখানে আসলে তেমন কিছুই করার নেই। বাড়িতে আছি, নিরাপদে আছি। এটা বলতে পারি। তবে বোরিং সময় কাটছে না মোটেও। খোলামেলা পুকুর, বাগান এসবের মধ্যে সময়টা বেশ ভালোই কেটে যাচ্ছে।
বর্তমান চলচ্চিত্রের অবস্থা প্রসঙ্গে পপি বলেন, এখন ইন্ডাস্ট্রিতে তো কোনো কাজই হচ্ছে না। সবার কাজই বন্ধ বলা চলে। দোয়া করি যেন আল্লাহ সব আগের মতো করে দিন। অনেকে চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত থেকেই জীবিকা চলে। সবাই যেন তাদের স্বাভাবিক জীবন যাপনে ফিরে আসতে পারেন।
উল্লেখ্য,‘লাক্স আনন্দ বিচিত্রা’ সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি লাভ করেন পপি। এরপর ১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন পপি। কিন্তু তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘কুলি’।
বিজনেস আওয়ার/১৭ জুন, ২০২০/এ