ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মুস্তাফিজও আইপিএল খেলার এনওসি পেল

  • পোস্ট হয়েছে : ১১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১
  • 60

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএলের)-এর আসন্ন আসরে ডাক পেয়েছেন বাংলাদেশী ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। সাকিবকে আগেই আইপিএল খেলার ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার মুস্তাফিজকেও অনুমতি দিল বিসিবি।

বিষয়টি নিশ্চিত করে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, মুস্তাফিজকে এনওসি (অনাপত্তিপত্র) দেওয়া হয়েছে। সে শ্রীলঙ্কা সিরিজে আমাদের পরিকল্পনায় নেই। চাইলে মুস্তাফিজও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে যেতে পারে।

আইপিএলের ১৪তম আসরের নিলাম থেকে মুস্তাফিজকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। দ্য ফিজকে দলে পেতে ভিত্তিমূল্য কোটি রুপি খরচ করে ফ্র‍্যাঞ্চাইজিটি। এবারই প্রথম এই ফ্রাঞ্চাইজির হয়ে খেলবেন মুস্তাফিজ। এর আগে টুর্নামেন্টের দুই দল মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবের হয়ে আইপিএল মাতিয়েছেন তিনি।

বর্তমানে বাংলাদেশ দলের হয়ে নিউজিল্যান্ডে আছেন মুস্তাফিজ। সেখান ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করে আগে দেশে ফিরবেন। এরপর আইপিএল খেলতে ভারতে রওয়ানা করবেন তিনি। মুস্তাফিজ আইপিএলের জন্য অনুমতি পাওয়ায় বাংলাদেশ দলের আসন্ন শ্রীলঙ্কা সফরের ফলে থাকতে পারবেন না। যেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা আছে টাইগারদের।

বিজনেস আওয়ার/২৮ মার্চ, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মুস্তাফিজও আইপিএল খেলার এনওসি পেল

পোস্ট হয়েছে : ১১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএলের)-এর আসন্ন আসরে ডাক পেয়েছেন বাংলাদেশী ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। সাকিবকে আগেই আইপিএল খেলার ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার মুস্তাফিজকেও অনুমতি দিল বিসিবি।

বিষয়টি নিশ্চিত করে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, মুস্তাফিজকে এনওসি (অনাপত্তিপত্র) দেওয়া হয়েছে। সে শ্রীলঙ্কা সিরিজে আমাদের পরিকল্পনায় নেই। চাইলে মুস্তাফিজও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে যেতে পারে।

আইপিএলের ১৪তম আসরের নিলাম থেকে মুস্তাফিজকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। দ্য ফিজকে দলে পেতে ভিত্তিমূল্য কোটি রুপি খরচ করে ফ্র‍্যাঞ্চাইজিটি। এবারই প্রথম এই ফ্রাঞ্চাইজির হয়ে খেলবেন মুস্তাফিজ। এর আগে টুর্নামেন্টের দুই দল মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবের হয়ে আইপিএল মাতিয়েছেন তিনি।

বর্তমানে বাংলাদেশ দলের হয়ে নিউজিল্যান্ডে আছেন মুস্তাফিজ। সেখান ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করে আগে দেশে ফিরবেন। এরপর আইপিএল খেলতে ভারতে রওয়ানা করবেন তিনি। মুস্তাফিজ আইপিএলের জন্য অনুমতি পাওয়ায় বাংলাদেশ দলের আসন্ন শ্রীলঙ্কা সফরের ফলে থাকতে পারবেন না। যেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা আছে টাইগারদের।

বিজনেস আওয়ার/২৮ মার্চ, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: