ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কসোভোকে উড়িয়ে দিলো স্পেন

  • পোস্ট হয়েছে : ১১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
  • 37

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কসোভোকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন। দলের জয়ে একটি করে গোল করেন দানি ওলমো, ফেরান তোরেস ও জেরার্দ মোরেনো। আর কসোভোর হয়ে একমাত্র গোলটি করেন বেসার হালিমি। এ জয়ে ‘বি’ গ্রুপে শীর্ষে উঠেছে লুইস এনরিকের শিষ্যরা।

ম্যাচের ৩৪তম মিনিটে ওলমোর দর্শনীয় গোলে এগিয়ে যায় স্পেন। আলবার পাস ডি-বক্সে পেয়ে বাঁ দিক থেকে জায়গা বানিয়ে ডান পায়ের বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন লাইপজিগ মিডফিল্ডার। আর দুই মিনিট পর পেদ্রির বাড়ানো বল ডি-বক্সে ডান দিকে ধরে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন তোরেস। বল দূরের পোস্টে লেগে জালে জড়ায়।

দ্বিতীয়ার্ধে ৭০তম মিনিটে স্পেন গোলরক্ষকের ভুলের সুযোগ অসাধারণভাবে কাজে লাগান হালিমি। প্রতিপক্ষের একটি আক্রমণ ঠেকাতে বক্সের বাইরে বেরিয়ে আসেন উনাই সিমোন; কিন্তু বল নিয়ন্ত্রণে নিতে পারেননি। বল ধরে স্পেনের অর্ধের মাঝ বরাবর থেকে দারুণ শট নেন মিডফিল্ডার হালিমি। বল উড়ে গিয়ে ক্রসবার ঘেঁষে জালে জড়ায়।

কিন্তু পাঁচ মিনিট পরেই অবশ্য ফের ব্যবধান বাড়ায় স্পেন। কর্নারে দারুণ কোনাকুনি হেডে স্কোরলাইন ৩-১ করেন মোরেনো।
গ্রুপে তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ফিরল স্পেন। তবে এখনও পর্যন্ত পয়েন্ট শূন্য কসোভো।

বিজনেস আওয়ার/০১ এপ্রিল, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কসোভোকে উড়িয়ে দিলো স্পেন

পোস্ট হয়েছে : ১১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কসোভোকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন। দলের জয়ে একটি করে গোল করেন দানি ওলমো, ফেরান তোরেস ও জেরার্দ মোরেনো। আর কসোভোর হয়ে একমাত্র গোলটি করেন বেসার হালিমি। এ জয়ে ‘বি’ গ্রুপে শীর্ষে উঠেছে লুইস এনরিকের শিষ্যরা।

ম্যাচের ৩৪তম মিনিটে ওলমোর দর্শনীয় গোলে এগিয়ে যায় স্পেন। আলবার পাস ডি-বক্সে পেয়ে বাঁ দিক থেকে জায়গা বানিয়ে ডান পায়ের বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন লাইপজিগ মিডফিল্ডার। আর দুই মিনিট পর পেদ্রির বাড়ানো বল ডি-বক্সে ডান দিকে ধরে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন তোরেস। বল দূরের পোস্টে লেগে জালে জড়ায়।

দ্বিতীয়ার্ধে ৭০তম মিনিটে স্পেন গোলরক্ষকের ভুলের সুযোগ অসাধারণভাবে কাজে লাগান হালিমি। প্রতিপক্ষের একটি আক্রমণ ঠেকাতে বক্সের বাইরে বেরিয়ে আসেন উনাই সিমোন; কিন্তু বল নিয়ন্ত্রণে নিতে পারেননি। বল ধরে স্পেনের অর্ধের মাঝ বরাবর থেকে দারুণ শট নেন মিডফিল্ডার হালিমি। বল উড়ে গিয়ে ক্রসবার ঘেঁষে জালে জড়ায়।

কিন্তু পাঁচ মিনিট পরেই অবশ্য ফের ব্যবধান বাড়ায় স্পেন। কর্নারে দারুণ কোনাকুনি হেডে স্কোরলাইন ৩-১ করেন মোরেনো।
গ্রুপে তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ফিরল স্পেন। তবে এখনও পর্যন্ত পয়েন্ট শূন্য কসোভো।

বিজনেস আওয়ার/০১ এপ্রিল, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: