বিনোদন ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ। গত ৩১ মার্চ রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে।
জানা যায়, হাবিব ওয়াহিদকে শুরুতে স্পেশাল কেয়ার ইউনিটে নেওয়া হয়। একদিন পরেই তাকে হস্তান্তর করা হয় কেবিনে। শরীরে করোনার কিছু লক্ষণ থাকলেও তার রিপোর্টের ফলাফল নেগেটিভ।
হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ চক্রবর্তী জানিয়েছেন, ফুসফুসের সমস্যা নিয়ে হাবিব ওয়াহিদ হাসপাতালে এসেছিলেন। তখনই তাকে ভর্তি করানো হয়। বর্তমানে শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো রয়েছে।
তিনি আরও জানান, হাবিব ওয়াহিদের জ্বর ও কাশি আছে। তার শরীর দুর্বল এবং ফুসফুস ৩০ ভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। এজন্য প্রথমদিন তাকে স্পেশাল কেয়ার ইউনিটে রাখা হয়েছিল। শুক্রবার কেবিনে স্থানান্তর করা হয়।
বিজনেস আওয়ার/০৪ এপ্রিল, ২০২১/এ