ঢাকা , সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজারে পৃথক ঘটনায় প্রতিপক্ষের গুলিতে নিহত ২

  • পোস্ট হয়েছে : ১০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১
  • 114

বিজনেস আওয়ার প্রতিবেদক (কক্সবাজার) : কক্সবাজারে পৃথক দুই ঘটনায় প্রতিপক্ষের গুলিতে এক নারী ও যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। রোববার দিবাগত রাতে জেলার পেকুয়ার বারবাকিয়া ও টেকনাফের হ্নীলায় এসব ঘটনা ঘটে।

পেকুয়ার বারবাকিয়ার ঘটনার ব্যপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, রোববার (১১ এপ্রিল) রাত আড়াইটার দিকে পেকুয়ার বারবাকিয়া বোদামাঝির ঘোনা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মামুন নামে এক যুবকের গুলিতে গৃহবধূ সেলিনা আক্তার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কলেজছাত্র নাজমুর সাকিব ও সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি। পরে স্থানীয়রা দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে।

অপরদিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা নুরালি পাড়ায় রোববার রাত ১০টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খালেক বাহিনীর গুলিতে ইমাম হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। খবর পেয়ে টেকনাফ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খালেক বাহিনীর গুলিতে ইমাম হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজনেস আওয়ার/১২ এপ্রিল, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কক্সবাজারে পৃথক ঘটনায় প্রতিপক্ষের গুলিতে নিহত ২

পোস্ট হয়েছে : ১০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক (কক্সবাজার) : কক্সবাজারে পৃথক দুই ঘটনায় প্রতিপক্ষের গুলিতে এক নারী ও যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। রোববার দিবাগত রাতে জেলার পেকুয়ার বারবাকিয়া ও টেকনাফের হ্নীলায় এসব ঘটনা ঘটে।

পেকুয়ার বারবাকিয়ার ঘটনার ব্যপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, রোববার (১১ এপ্রিল) রাত আড়াইটার দিকে পেকুয়ার বারবাকিয়া বোদামাঝির ঘোনা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মামুন নামে এক যুবকের গুলিতে গৃহবধূ সেলিনা আক্তার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কলেজছাত্র নাজমুর সাকিব ও সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি। পরে স্থানীয়রা দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে।

অপরদিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা নুরালি পাড়ায় রোববার রাত ১০টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খালেক বাহিনীর গুলিতে ইমাম হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। খবর পেয়ে টেকনাফ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খালেক বাহিনীর গুলিতে ইমাম হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজনেস আওয়ার/১২ এপ্রিল, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: