ঢাকা , বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

জেনোয়ার বিপক্ষে জয় পেলো জুভেন্তাস

  • পোস্ট হয়েছে : ১১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১
  • 1

স্পোর্টস ডেস্ক : সিরি’আর লড়াইয়ে জেনোয়াকে হারিয়েছে জুভেন্তাস। রোববার রাতে নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ৩-১ ব্যবধানে জেনোয়াকে হারায় আন্দ্রেয়া পিরলোর দল। দলের হয়ে একটি করে গোল করেছেন- দেয়ান কুলুসেভস্কি, আলভারো মোরাতা ও ওয়েস্টন ম্যাককেনি।

ম্যাচের ৪ মিনিটেই দারুণ এক গোল করে জুভেন্তাসকে এগিয়ে দেন দেয়ান কুলুসেভস্কি। এর মিনিট বিশেক পর দারুণ এক প্রতি আক্রমণে উঠে আসে পিরলোর দল। স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো মোরাতার শট জালে জড়ালে ২-০ গোলে এগিয়ে যায় জুভেন্তাস।

দুই গোলে পিছিয়ে বিরতিতে যাওয়া জেনোয়া দ্বিতীয়ার্ধে ম্যাচটা জমিয়ে তোলে ব্যবধান কমিয়ে। ইতালিয়ান ফরোয়ার্ড স্কামাক্কার হেডার আছড়ে পড়ে জুভেন্তাসের জালে। ৭০ মিনিটে গোল করে ওয়েস্টন ম্যাককেনি ম্যাচের সব অনিশ্চয়তা মুছে দেন।

ব্যবধান আরও বাড়তেও পারতো। কিন্তু যোগ করা সময়ে রোনালদোর বাড়ানো বলটায় ঠিকঠাক ফিনিশ করতে পারেননি মোরাতা। তবে তাতে আক্ষেপ থাকার কথা নয় দলটির। ৩-১ গোলের জয় যে নিশ্চিত হয়ে গেছে ততক্ষণে। এই জয়ে তৃতীয় স্থানে নিজেদের অবস্থান কিছুটা শক্ত করেছেন রোনালদোরা।

বিজনেস আওয়ার/১২ এপ্রিল, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

জেনোয়ার বিপক্ষে জয় পেলো জুভেন্তাস

পোস্ট হয়েছে : ১১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১

স্পোর্টস ডেস্ক : সিরি’আর লড়াইয়ে জেনোয়াকে হারিয়েছে জুভেন্তাস। রোববার রাতে নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ৩-১ ব্যবধানে জেনোয়াকে হারায় আন্দ্রেয়া পিরলোর দল। দলের হয়ে একটি করে গোল করেছেন- দেয়ান কুলুসেভস্কি, আলভারো মোরাতা ও ওয়েস্টন ম্যাককেনি।

ম্যাচের ৪ মিনিটেই দারুণ এক গোল করে জুভেন্তাসকে এগিয়ে দেন দেয়ান কুলুসেভস্কি। এর মিনিট বিশেক পর দারুণ এক প্রতি আক্রমণে উঠে আসে পিরলোর দল। স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো মোরাতার শট জালে জড়ালে ২-০ গোলে এগিয়ে যায় জুভেন্তাস।

দুই গোলে পিছিয়ে বিরতিতে যাওয়া জেনোয়া দ্বিতীয়ার্ধে ম্যাচটা জমিয়ে তোলে ব্যবধান কমিয়ে। ইতালিয়ান ফরোয়ার্ড স্কামাক্কার হেডার আছড়ে পড়ে জুভেন্তাসের জালে। ৭০ মিনিটে গোল করে ওয়েস্টন ম্যাককেনি ম্যাচের সব অনিশ্চয়তা মুছে দেন।

ব্যবধান আরও বাড়তেও পারতো। কিন্তু যোগ করা সময়ে রোনালদোর বাড়ানো বলটায় ঠিকঠাক ফিনিশ করতে পারেননি মোরাতা। তবে তাতে আক্ষেপ থাকার কথা নয় দলটির। ৩-১ গোলের জয় যে নিশ্চিত হয়ে গেছে ততক্ষণে। এই জয়ে তৃতীয় স্থানে নিজেদের অবস্থান কিছুটা শক্ত করেছেন রোনালদোরা।

বিজনেস আওয়ার/১২ এপ্রিল, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: