বিনোদন ডেস্ক : করোনা আক্রান্ত হয়ে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী৷ গত ৮ এপ্রিল তাকে আইসিইউতে নেয়া হয়। বর্তমান স্থিতিশীল রয়েছে এ অভিনেত্রীর শারীরিক অবস্থা৷ তবে ঝুঁকি এখনো কাটেনি।
হাসপাতালে কবরীর সার্বক্ষণিক দেখাশোনা করছেন ছেলে শাকের চিশতী। কবরীর শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানিয়ে তিনি বলেন, আম্মার শারীরিক অবস্থা স্থিতিশীল। এখনো তিনি আইসিইউতে আছেন। ঝুঁকিও পুরোপুরি কাটেনি। সবার কাছে আম্মার জন্য দোয়া চাই।
উল্লেখ্য, কোভিড টেস্টের পর গত (৫ এপ্রিল) দুপুরে ফলাফল হাতে এলে কবরী জানতে পারেন, তিনি করোনা পজিটিভ। এরপর রাতে হাসপাতালে ভর্তি হন তিনি। কবরী কিডনির জটিলতার পাশাপাশি অন্য শারীরিক জটিলতায় ভুগছেন।
১৯৬৪ সালে ‘সুতরাং’ দিয়ে চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ঢাকাই সিনেমার রঙিন পর্দায় অভিষেক হয় সারাহ বেগম কবরীর। দেশের চলচ্চিত্র অঙ্গনের সবার প্রিয়মুখ কবরী অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি ছবির প্রযোজনা ও পরিচালনাও করেন।
বিজনেস আওয়ার/১২ এপ্রিল, ২০২১/এ