বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) সদ্য বিদায়ী সচিব মো. আব্দুল হালিম, অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ ও অধ্যাপক ড. মিজানুর রহমান কমিশনার হওয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছেন। এ নিয়ে বুধবার (২০ মে) প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
জানা গেছে, মো. আব্দুল হালিম, অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ ও অধ্যাপক ড. মিজানুর রহমানকে বিএসইসির কমিশনার হিসেবে নিয়োগের বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে চূড়ান্ত সম্মতি দেওয়া হয়েছে।
কমিশনার হওয়ার পথে থাকা ৩জনের মধ্যে মো. আব্দুল হালিম শিল্প মন্ত্রণালয়ের সদ্য বিদায়ী সচিব। এছাড়া ড. শেখ শামসুদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ও ড. মিজানুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ও ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক।
উল্লেখ্য, অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ বর্তমানে জনতা ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিজনেস আওয়ার/১৯ মে, ২০২০/আরএ