বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে আজও ১০১ জনের মৃত্যু হয়েছে। পর পর দুই দিন করোনায় শতাধিক মৃত্যুর ঘটনা ঘটল। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ২৮৩ জনে।
একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৪৭৩ জন। সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৬০ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু একই আছে কমেছে শনাক্ত বেড়েছে সুস্থতার হার। শনিবার (১৭ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১০১ জনসহ দেশে মোট মৃত্যু হয়েছে ১০ হাজার ২৮৩ জনের। মৃতদের মধ্যে ৬৯ জন পুরুষ ও ৩২জন নারী। এদের মধ্যে ৯৯ জন হাসপাতালে এবং ২ জন বাড়িতে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১০ হাজার ২৮৩ জনের মধ্যে পুরুষ ৭ হাজার ৬৩৫ জন এবং নারী ২ হাজার ৬৪৮ জন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মারা যাওয়া ১০১ জনের মধ্যে ৫৮ জনেরই বয়স ৬০ বছরের বেশি। ৫১ থেকে ৬০ বছরের ২৯, ৪১ থেকে ৫০ বছরের ৮ জন এবং ৩১ থেকে ৪০ বছরের ৩ জন এবং ২১ থেকে ৩০ বছরের ৩ জন। ১০১ জনের মধ্যে ঢাকা বিভাগে ৬৭ জন, চট্টগ্রামে ২৩, রাজশাহী ২, খুলনা ৩, বরিশাল ১, সিলেট ২ জন, ও ময়মনসিংহের ৩ জন মারা গেছেন ।
গত ২৪ ঘন্টায় সারাদেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ২৫৫টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৪১৩ জনের। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ১৮৫টি। নমুনা এ সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৭৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ১৫ হাজার ২৫২ জনে।
শনিবারের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৫ হাজার ৯৬০ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৮ হাজার ৮১৫ জন।
উল্লেখ্য, গতবছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রথম আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ প্রথম কোন রোগীর মৃত্যু হয়।