ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি

  • পোস্ট হয়েছে : ১০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১
  • 54

বিজনেস আওয়ার প্রতিবেদক : করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসকরা। তার বর্তমানে জ্বর-কাশি নেই। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

গতকাল রোববার রাতে খালেদা জিয়ার খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করতে যান অধ্যাপক এফ এম সিদ্দিকী, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ শাকুর খান এবং ল্যাবএইডের টেকনোলজিস্ট সবুজ। পরে সাংবাদিকদের এ তথ্য জানান অধ্যাপক এফ এম সিদ্দিকী।

তিনি বলেন,‌ যেহেতু দ্বিতীয় সপ্তাহ, আমরা তাকে ক্লোজ মনিটরিংয়ে রেখেছিলাম। আমি বলেছিলাম, গতকাল সন্ধ্যার পরে তার শরীরে একটু তাপমাত্রা বেশি ছিল। আজকে আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছেন। আজকে উনার জ্বর আসেনি।

অধ্যাপক সিদ্দিকী বলেন, আমাদের বিশ্বাস হচ্ছে উনি সেকেন্ড উইকটা ভালোভাবে পার করতে পারবেন। কালকে যে জ্বর ছিল, আজকে আসেনি। আমরা যদি দেখি আগামী ৪৮ ঘণ্টায় উনার জ্বর নেই, তাহলেই আমরা নিশ্চিত হতে পারব সম্ভবত ম্যাডাম কোভিডের বিপজ্জনক সময় থেকে বের হয়ে আসছেন।

তিনি বলেন, আজকে দশম দিন। আর ৪৮ ঘণ্টা পার হলে আমরা বলতে পারব ম্যাডামের চিকিৎসার নিরাপদ পর্যায়ে এসেছি। উনি হাঁটাহাঁটি করছেন। ব্লাড সুগারসহ অন্যান্য যে প্যারামিটার, সবগুলো মনিটর করছি। উনার কাশি নেই, গলায় ব্যথা নেই। আমাদের কাছে মনে হচ্ছে সবকিছু ভালোভাবে এগোচ্ছে।

তিনি আরও বলেন, ৪৮ ঘণ্টা অন্তর অন্তর ব্লাডের প্যারামিটার মনিটর করি। ব্লাড দেখে বোঝা যায় যে কোভিড খারাপ পর্যায়ে ঢুকেছে কি না। রিপোর্টগুলো সব ভালো আছে। খাবারের রুচি ভালো আছে। মানসিকভাবে ভেরি স্ট্রং। উনি আমাদের ওপর আস্থা নিয়ে চিকিৎসা নিয়ে যাচ্ছেন।

এর আগে ১৫ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সিটি স্ক্যান করা হয়। সিটি স্ক্যান রিপোর্ট অনুযায়ী খালেদা জিয়ার শরীরে করোনার সংক্রমণ খুবই সামান্য। যে কারণে তিনি বাসায় থেকে চিকিৎসা নেবেন। গত ১১ এপ্রিল করোনা শনাক্ত হয় খালেদা জিয়ার।

বিজনেস আওয়ার/১৯ এপ্রিল, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি

পোস্ট হয়েছে : ১০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসকরা। তার বর্তমানে জ্বর-কাশি নেই। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

গতকাল রোববার রাতে খালেদা জিয়ার খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করতে যান অধ্যাপক এফ এম সিদ্দিকী, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ শাকুর খান এবং ল্যাবএইডের টেকনোলজিস্ট সবুজ। পরে সাংবাদিকদের এ তথ্য জানান অধ্যাপক এফ এম সিদ্দিকী।

তিনি বলেন,‌ যেহেতু দ্বিতীয় সপ্তাহ, আমরা তাকে ক্লোজ মনিটরিংয়ে রেখেছিলাম। আমি বলেছিলাম, গতকাল সন্ধ্যার পরে তার শরীরে একটু তাপমাত্রা বেশি ছিল। আজকে আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছেন। আজকে উনার জ্বর আসেনি।

অধ্যাপক সিদ্দিকী বলেন, আমাদের বিশ্বাস হচ্ছে উনি সেকেন্ড উইকটা ভালোভাবে পার করতে পারবেন। কালকে যে জ্বর ছিল, আজকে আসেনি। আমরা যদি দেখি আগামী ৪৮ ঘণ্টায় উনার জ্বর নেই, তাহলেই আমরা নিশ্চিত হতে পারব সম্ভবত ম্যাডাম কোভিডের বিপজ্জনক সময় থেকে বের হয়ে আসছেন।

তিনি বলেন, আজকে দশম দিন। আর ৪৮ ঘণ্টা পার হলে আমরা বলতে পারব ম্যাডামের চিকিৎসার নিরাপদ পর্যায়ে এসেছি। উনি হাঁটাহাঁটি করছেন। ব্লাড সুগারসহ অন্যান্য যে প্যারামিটার, সবগুলো মনিটর করছি। উনার কাশি নেই, গলায় ব্যথা নেই। আমাদের কাছে মনে হচ্ছে সবকিছু ভালোভাবে এগোচ্ছে।

তিনি আরও বলেন, ৪৮ ঘণ্টা অন্তর অন্তর ব্লাডের প্যারামিটার মনিটর করি। ব্লাড দেখে বোঝা যায় যে কোভিড খারাপ পর্যায়ে ঢুকেছে কি না। রিপোর্টগুলো সব ভালো আছে। খাবারের রুচি ভালো আছে। মানসিকভাবে ভেরি স্ট্রং। উনি আমাদের ওপর আস্থা নিয়ে চিকিৎসা নিয়ে যাচ্ছেন।

এর আগে ১৫ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সিটি স্ক্যান করা হয়। সিটি স্ক্যান রিপোর্ট অনুযায়ী খালেদা জিয়ার শরীরে করোনার সংক্রমণ খুবই সামান্য। যে কারণে তিনি বাসায় থেকে চিকিৎসা নেবেন। গত ১১ এপ্রিল করোনা শনাক্ত হয় খালেদা জিয়ার।

বিজনেস আওয়ার/১৯ এপ্রিল, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: