বিনোদন ডেস্ক : করোনা মুক্ত হলেন দেশবরেণ্য অভিনেতা, নাট্যকার, পরিচালক ও লেখক আবুল হায়াত ৷ মঙ্গলবার (২০ এপ্রিল) তার করোনামুক্ত হওয়ার খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার মেয়ে অভিনেত্রী নাতাশা হায়াত।
নাতাশা বলেন, আব্বার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। আল্লাহার কাছে অনেক অনেক শোকরিয়া। তিনি আব্বাকে সুস্থ করে দিয়েছেন। এখন তিনি পুরোপুরি সুস্থ আছেন। আব্বার জন্য সবাই দোয়া করবেন।
গেলো মাসের শেষের দিকে করোনায় আক্রান্ত হোন আবুল হায়াত। পরে শারীরিক অবস্থা জটিল হলে গত ৩১ মার্চ তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত ৬ এপ্রিল হাসপাতাল থেকে বাসায় ফেরেন। বাসাতেই চিকিৎসকের চত্বাবধানে চলছিলো তার চিকিৎসা। অবশেষ তার করোনা থেকে সেরে ওঠার খবর এলো।
আবুল হায়াত ১৯৬৯ সাল থেকে টিভি নাটকে অভিনয় করছেন। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটকের পাশাপাশি ‘আগুনের পরশমণি’, ‘জয়যাত্রা’, ‘গহীনে শব্দ’, ‘অজ্ঞাতনামা’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন।
‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০০৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আবুল হায়াত। গত ২৬ ডিসেম্বর তার অভিনীত সর্বশেষ ‘স্ফুলিঙ্গ’ চলচ্চিত্রটি মুক্তি পায়।
বিজনেস আওয়ার/২০ এপ্রিল, ২০২১/এ