বিজনেস আওয়ার প্রতিবেদক : সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর নির্বাচনি আসন (কুমিল্লা-৫) শূন্য ঘোষণা করা হয়েছে। জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই আসন শূন্য ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) প্রকাশিত ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়, সংসদ সদস্য আবদুল মতিন খসরু গত ১৪ এপ্রিল মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের কুমিল্লা-৫ আসনটি শূন্য হয়েছে।
উল্লেখ্য, গত ১৫ মার্চ তিনি সংসদ সচিবালয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ১৬ মার্চ সকালে পাওয়া রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। ওইদিনই তাকে সিএমএইচে ভর্তি করা হয়। তবে পরে করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ হলেও তিনি হৃদরোগে আক্রান্ত হন। গত ১৪ এপ্রিল বিকেল ৪টা ৫০ মিনিটে মারা যান আবদুল মতিন খসরু।
বিজনেস আওয়ার/২২ এপ্রিল, ২০২১/এ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: