স্পোর্টস ডেস্ক : এভারটনের কাছে ঘরের মাঠে ১-০ গোলের ব্যবধানে হেরেছে আর্সেনাল। শুক্রবার রাতে অমার্জনীয় এক ভুল করে দলকে হার এনে দিয়েছেন গানার্সদের জার্মান গোলরক্ষক বার্নাড লেনো।
ম্যাচের শুরু থেকে বল দখলে আর্সেনাল এগিয়ে থাকলেও আক্রমণে তেমন সুবিধা করতে পারছিল না। প্রথমার্ধে উল্লেখযোগ তিনটি সুযোগের সবকটিই পায় এভারটন।
তবে কাছ থেকে ডমিনিক কালভার্ট লুইনের লক্ষ্যভ্রষ্ট হেডের পর রিচার্লিসনের শট রুখে দেন লেনো। আর ৪০তম মিনিটে আইসল্যান্ডের মিডফিল্ডার গিলফি সিগুর্ডসনের দারুণ ফ্রি কিক ক্রসবারে বাধা পায়।
তবে দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে আর্সেনালের দানি সেবায়োস ডি বক্সের ভেতর ফাউলের স্বীকার হলে পেনাল্টি পায় আর্সেনাল। তবে নিকোলাস পেপে অফসাইডে থাকায় ভিএআরের সাহায্যে সিদ্ধান্ত পাল্টান রেফারি।
ম্যাচের ৭৬ মিনিটে এক হাস্যকর ভুল করে বসেন আর্সেনাল গোলকিপার বার্নড লেনো। এভারটনের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিশার্লিসনের শট লেনোর ডান পায়ে লেগে খুঁজে নেয় জালের ঠিকানা
শেষ পর্যন্ত এমিরেটস স্টেডিয়াম থেকে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে এভারটন। এই জয়ে ৫২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে এভারটন। ৩৩ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে আছে ৯ম স্থানে।
বিজনেস আওয়ার/২৪ এপ্রিল, ২০২১/এ